করোনার সময় বাদে ৩০ বছরের মধ্যে সবচেয়ে কম হাজির অংশগ্রহণ

করোনার সময় বাদ দিলে চলতি বছরের হজে অংশ নেওয়া হাজির সংখ্যা ছিল গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে কম। বৃহস্পতিবার (৬ জুন) সৌদি আরবের হজ মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়।
মন্ত্রণালয় থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্ট অনুযায়ী, এ বছর হজে অংশ নিয়েছেন ১৬ লাখ ৭৩ হাজার ২৩০ জন হাজি। এর মধ্যে বেশিরভাগই সৌদি আরবের বাইরের।
তবে, হাজির সংখ্যা কমে যাওয়ার বিষয়ে সৌদি কর্তৃপক্ষ এখনও কোনো ব্যাখ্যা দেয়নি।
গত বছরের তুলনায় এবারের হজে প্রায় ১ লাখ ৬০ হাজার কম হাজি অংশ নিয়েছেন। করোনা মহামারির আগের সময়গুলোতে নিয়মিতই হাজির সংখ্যা ২০ লাখ ছাড়িয়ে যেত। ২০১২ সালে রেকর্ডসংখ্যক মুসল্লি হজে অংশ নিয়েছিলেন—সংখ্যাটি ছিল ৩১ লাখ ৬০ হাজারের বেশি।
করোনা মহামারির সময় ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত সৌদি সরকার সীমিত পরিসরে হজ আয়োজন করেছিল। ওই সময় অল্পসংখ্যক মুসল্লিকেই হজের অনুমতি দেওয়া হয়েছিল।
২০২৩ সালের হজ ছিল করোনাভাইরাস মহামারি শুরুর পর প্রথমবারের মতো সম্পূর্ণ বিধিনিষেধহীন হজ।
হজে অংশ নিতে বিশ্বের নানা প্রান্ত থেকে মুসলমানরা সৌদি আরবে জড়ো হন। তবে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক সংকটের কারণে অনেকের জন্য হজে যাওয়া এখন আর সহজ নয়। পাশাপাশি তীব্র গরম ও কঠোর ভিসা বিধিনিষেধের কারণেও অনেক সম্ভাব্য হজযাত্রী হয়তো এবার সৌদি আরবে যেতে পারেননি।
বৃহস্পতিবার আরাফাতের ময়দানে হাজিরা সমবেত হন। সেখানে তারা দীর্ঘ সময় ইবাদতে কাটান।