বাধ্যবাধকতা থাকায় মতামত না নিয়ে ইশরাককে মেয়র ঘোষণা করা হয়: ইসি সানাউল্লাহ

নির্ধারিত সময়ের মধ্যে এটা নিষ্পত্তি করার বাধ্যবাধকতা থাকায় আইন মন্ত্রণালয়ের মতামত না নিয়ে ইশরাককে মেয়র ঘোষণা করা হয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বুধবার (৩০ এপ্রিল) ইসি সানাউল্লাহ বলেন, 'আমাদের ওপর বাধ্যবাধকতা ছিল ১০ দিনের মধ্যে এটা নিষ্পত্তি করার। আমরা নিষ্পত্তি করেছি।'
গত ২৭ এপ্রিল ইশরাককে মেয়র ঘোষণা করে ইসির গেজেট প্রকাশের পর আইন উপদেষ্টা সাংবাদিকদের জানান, তারা মতামত দেওয়ার আগেই ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে গেজেট প্রকাশ করা হয়েছে।
এই প্রসঙ্গে জানতে চাইলে ইসি বলেন, 'আমরা দ্রুততম সময়ের মধ্যে মতামত চেয়েছিলাম। ২৫ এপ্রিল ছিল দশম দিন, ওইদিন ছিল শুক্রবার। আমরা দুই দিন সময় নিয়েছিলাম। রোববার দিন পর্যন্ত আমরা অপেক্ষা করেছি। যেহেতু রিপ্লাইটা পাই নাই তাই আদালতের আদেশের যাতে ব্যত্যয় না হয়, সেজন্য আমরা সেটা বাস্তবায়ন করেছি।'
কেন আপিল করেননি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আমরা তো সংক্ষুব্ধ পার্টি নই। আদালতের রায়ে সংক্ষুব্ধ হলে আমরা আপিলে যেতাম। আদালত অন্য একটা ফলাফল বাতিল করে রায় দিয়েছেন আমরা সেটা বাস্তবায়ন করেছি।'