পিএসসি সংস্কারের দাবিতে শাহবাগ অবরোধ চাকরিপ্রার্থীদের

সরকারি কর্ম কমিশন (পিএসসি) সংস্কারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রার্থীরা। আজ রোববার (২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থাকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে জড়ো হন তারা।
সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ খবর অনুযায়ী তারা সেখানে অবস্থান করছিলেন।
বিষয়টি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর।
তিনি বলেন, শিক্ষার্থীদের অবরোধের কারণে যান চলাচল বন্ধ রয়েছে। আমরা ঘটনাস্থলে আছি। শিক্ষার্থীদের সাথে আলোচনা করে যানচলাচল স্বাভাবিক করার চেষ্টা করছি।
এর আগে সাত দফা দাবিতে গতকাল শনিবার শাহবাগে বিক্ষোভ কর্মসূচি করেন চাকরিপ্রার্থীরা। তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার প্রশ্ন নতুন করে তৈরি, প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ, নিয়োগ জট নিরসন ও ৪৪তম বিসিএসের ফল প্রকাশের পর ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা নেওয়া।