ছয় দফা দাবিতে কুষ্টিয়ায় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রশাসনিক ভবনে তালা

কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে ছয় দফা দাবিতে কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ রোববার (২৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শিক্ষার্থীরা ভবনটির গেটে তালা দেন।
এর আগে বেলা ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে জড়ো হন। একপর্যায়ে কর্মকর্তাদের ভেতরে রেখেই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। পরে কর্মকর্তারা ভবনটির পেছনের গেট দিয়ে বের হয়ে যান।
দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান করেন। তারা সেখানে বিভিন্ন স্লোগান দেন।
আন্দোলনরত শিক্ষার্থী মোরশেদ আলী বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রশাসনিক ভবনের গেটে তালা দিয়েছেন তারা। দাবি মানা না পর্যন্ত তালা খোলা হবে না।
তৌহিদ আক্তার রিমা নামে আরেক আন্দোলনরত শিক্ষার্থী বলেন, দাবি মানা না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে আরও কঠোর কর্মসূচির ডাক দেওয়া হবে।
একই দাবিতে এর আগে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা শহীদ মিনার চত্বরে অবস্থানসহ শহরে বিক্ষোভ মিছিল, মশাল মিছিল ও সড়ক অবরোধ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ রুহুল আমিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তিনি কল রিসিভ করেননি।