পাকিস্তানের আকাশ বন্ধ: প্রভাব পড়বে ইউরোপ ও মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট শিডিউলে

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ ঘোষণা করে। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য তার আকাশসীমা বন্ধ করার ঘোষণা দেয়।
ভারতীয় মালিকানাধীন বা পরিচালিত সব এয়ারলাইনের জন্য পাকিস্তান তার আকাশসীমা বন্ধ করার পর বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া ও ইন্ডিগো জানিয়েছে, এতে ইউরোপ এবং মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইটের শিডিউল প্রভাবিত হতে পারে।
তাদের মতে, আকাশসীমা বন্ধ হওয়ার কারণে ফ্লাইটগুলোকে বিকল্প দীর্ঘপথ নিতে হতে পারে। এর ফলে কিছু আন্তর্জাতিক ফ্লাইটের সময়সূচি পরিবর্তিত হতে পারে। এয়ার ইন্ডিয়া এবং ইন্ডিগো পৃথকভাবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ পোস্টের মাধ্যমে এই আশঙ্কার কথা জানিয়েছে।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, 'পাকিস্তানের আকাশসীমা বন্ধের কারণে কিছু এয়ার ইন্ডিয়া ফ্লাইট উত্তর আমেরিকা, ইউকে, ইউরোপ এবং মধ্যপ্রাচ্যে বিকল্প পথে চলবে। আমরা আমাদের যাত্রীদের এই অপ্রত্যাশিত অসুবিধার জন্য দুঃখিত এবং যাত্রীদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।'
ইন্ডিগো জানিয়েছে, 'পাকিস্তান আকাশসীমা বন্ধের কারণে আমাদের কিছু আন্তর্জাতিক ফ্লাইটে সমস্যা হতে পারে। আমরা যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা করার চেষ্টা করছি এবং ফ্লাইট স্ট্যাটাস চেক করতে বলেছি।'
২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়। তাদের অধিকাংশই ভারতীয় পর্যটক এবং একজন নেপালি নাগরিক। হামলার দায় স্বীকার করেছে 'রেজিস্ট্যান্স ফ্রন্ট', যা পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যেবার সঙ্গে সম্পর্কিত।
হামলার পর ভারত পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়, যার মধ্যে সিন্ধু পানি চুক্তি স্থগিতের মতো সিদ্ধান্ত রয়েছে। পাকিস্তানও পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের নাগরিকদের ভিসা বাতিল এবং আকাশসীমা বন্ধ করে দেয়। ফলে দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পায়।