নাট্যদলের প্রদর্শনী পূনর্নির্ধারণ, ১৪-১৫ এপ্রিল নাটক মঞ্চায়ন হবে মহিলা সমিতিতেই

রাজধানীর মহিলা সমিতিতে নাটক মঞ্চায়নের বিরোধিতা করে 'তৌহিদি জনতা' নামে একটি পক্ষ রবিবার একটি চিঠি দিলে নাট্যদল প্রাঙ্গণেমোরের পরিবেশনা অনিশ্চয়তার মুখে পড়ে। তবে চাপের কাছে নত না হয়ে মহিলা সমিতি কর্তৃপক্ষ জানিয়েছে, নাটক নির্ধারিত সময়েই মঞ্চায়ন হবে।
নাট্যদল প্রাঙ্গণেমোর রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' অবলম্বনে নির্মিত নাটকটি চৈত্র সংক্রান্তি উপলক্ষে ১৩ এপ্রিল এবং পয়লা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল মহিলা সমিতি মিলনায়তনে মঞ্চায়নের পরিকল্পনা করেছিল। এ নিয়ে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়, ভাড়াও পরিশোধ করা হয়।
রবিবার (১৩ এপ্রিল) সকালে নাট্যদলের অন্যতম সদস্য ও নির্দেশক নুনা আফরোজ তার ফেসবুক পোস্টে জানান, মহিলা সমিতি থেকে ফোন করে জানানো হয় যে 'তৌহিদি জনতা' পরিবেশনা বন্ধের দাবি জানিয়ে চিঠি দিয়েছে। এ অবস্থায় তারা প্রশাসনের সহায়তা কামনা করেন এবং সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীর কাছে একটি চিঠিও পাঠান।
প্রতিক্রিয়ায় বিকেল ৫টা ৩০ মিনিটে নাট্যদলটি অবস্থান কর্মসূচির ঘোষণা দিলেও প্রশাসন ও মহিলা সমিতির আশ্বাসে তা স্থগিত করা হয়। পরে আরেকটি ফেসবুক পোস্টে নুনা জানান, নাটক পরিবেশনার বিষয়টি নিশ্চিত হয়েছে এবং কর্তৃপক্ষ দায়িত্ব নিচ্ছেন।
তবে রবিবারের (১৩ এপ্রিল) পরিবেশনা বাতিল করে প্রদর্শনীটি ১৫ এপ্রিল পুনঃনির্ধারণ করা হয়েছে। ১৪ এপ্রিলের পরিবেশনা যথাসময়ে অনুষ্ঠিত হবে।
দর্শকদের প্রতি দুঃখ প্রকাশ করে নুনা অনুরোধ জানান, ১৩ এপ্রিলের টিকিটধারীরা ১৫ অথবা ১৪ এপ্রিলের যেকোনো একটি পরিবেশনায় অংশ নিতে পারেন। বিস্তারিত জানতে যোগাযোগের জন্য নম্বরও দেওয়া হয়েছে: ০১৭৪৯৮২৬৪১৮।