ভারত থেকে আমদানিকৃত ৯,৫০০ মেট্রিক টন চাল চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের আওতায় (প্যাকেজ-৫) ভারত থেকে ৯ হাজার ৫০০ মেট্রিক টন সিদ্ধ চাল নিয়ে এমভি ইয়াং শেং ১৫১ নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে।
আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) খাদ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ও জনসংযোগ কর্মকর্তা ইমদাদ ইসলাম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, গত ১৫ জানুয়ারি সম্পাদিত দরপত্র চুক্তির আওতায় ভারত থেকে মোট ৯টি প্যাকেজে ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আমদানির কথা রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ২ লাখ ৯৭ হাজার ২৬৯ মেট্রিক টন চাল দেশে পৌঁছেছে।
জাহাজে আনা চালের নমুনা পরীক্ষা ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। অতি শিগগিরই খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে খাদ্য মন্ত্রণালয়। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।