বাংলাদেশের হয়ে প্রথম ম্যাচে কতটুক দিতে পেরেছেন হামজা চৌধুরী?
দেশের জার্সি গায়ে অভিষেক হয়ে গেছে হামজা চৌধুরীর। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচটি ছিল গোলশূন্য। সেই ম্যাচে কতটুক দিতে পেরেছেন হামজা চৌধুরী। এ বিষয়ে TBS Podcast-এ আজ আমরা কথা বলবো ফর্টিস এফসির ম্যানেজার রাশেদুল ইসলামের সঙ্গে।