চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী 'ছোট সাজ্জাদ' ঢাকায় গ্রেপ্তার

চট্টগ্রাম নগর পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী 'ছোট সাজ্জাদ'কে শনিবার (১৫ মার্চ) রাতে রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের উপ-কমিশনার (ডিসি) আমিরুল ইসলাম বিষয়টি টিবিএস'কে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, "আমাদের সিএমপির একটি সিভিল টিম ঢাকার বসুন্ধরা সিটি থেকে শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করেছে। তাকে চট্টগ্রাম আনা হবে। এ বিষয়ে আরও বিস্তারিত পরে জানানো হবে।"
সিএমপি'র একজন কর্মকর্তা জানিয়েছেন, ছোট সাজ্জাদকে রাজধানীর বসুন্ধরা সিটিতে ঈদের শপিং করার সময় গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন সহযোগী থাকলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সটকে পড়ে।