ভোক্তা অধিদপ্তর: দেশে তৈরি পাঞ্জাবিকে ভারতীয় বলে চালানোয় ২ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে স্থানীয়ভাবে তৈরি পাঞ্জাবিকে ভারতীয় আমদানি পোশাক হিসেবে বিক্রির অভিযোগে 'সেলিম পাঞ্জাবি জাদুঘর'সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর (ডিএনসিআরপি)। আজ শনিবার (১৫ মার্চ) অধিদপ্তরের দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
আজ চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে অধিদপ্তরের অভিযানে দেখা যায়, দোকানটি বাংলাদেশে তৈরি পাঞ্জাবিতে ভারতীয় ট্যাগ লাগিয়ে বেশি দামে বিক্রি করছিল। কিন্তু 'আমদানিকৃত' পণ্যের জন্য বৈধ ক্রয় ভাউচার দেখাতে পারেনি প্রতিষ্ঠানটি।
অভিযানকালে 'সেলিম পাঞ্জাবি জাদুঘর' তাদের প্রতারণার কথা স্বীকার করলে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় আরও একটি দোকান 'পরিস্থান'-কে একই অভিযোগে ১ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি, অস্বাস্থ্যকর খাবার তৈরি ও মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত পণ্য বিক্রির জন্য 'পূরবী ফুডস অ্যান্ড বিরিয়ানি'-কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে ডিএনসিআরপি চট্টগ্রাম বিভাগের উপপরিচালক ফয়েজ উল্লাহর নেতৃত্বে সহকারী পরিচালক মো. আনিসুর রহমান, রানা দেবনাথ, মাহমুদা আক্তার ও ক্যামেরাম্যান মো. আফতাবুজ্জামান উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে প্রতারণামূলক ব্যবসায়িক কার্যক্রমের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং বাজারে স্বচ্ছতা নিশ্চিতে অভিযান অব্যাহত থাকবে বলে উল্লেখ করা হয়।