চট্টগ্রামে ২০০ বছরের পুরনো জমিদার বাড়িতে আগুন
চট্টগ্রামের ফটিকছড়িতে প্রায় ২০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী একটি জমিদার বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ওই বাড়ির পাকা ও আধাপাকা মিলিয়ে মোট ১০টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।
গতকাল শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সমিতির হাট ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের হালদারকুল আরবানিয়া আরবাণী সওদাগর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, একটি বেড়ার ঘরের ভেতরে থাকা রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা চালান। প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে এবং প্রায় ২০ মিনিটের মধ্যে আগুন নেভানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাঈদ মোহাম্মদ ইব্রাহীম জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। তিনি বলেন, 'অগ্নিকাণ্ডে একটি ঐতিহ্যবাহী বাড়ির ১০টির মতো ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।' ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে ফটিকছড়ি ফায়ার স্টেশনের লিডার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি। তবে অগ্নিকাণ্ডে আনুমানিক ২০ লাখ টাকার সরাসরি ক্ষতি এবং প্রায় ৭৫ লাখ টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
