গুলিস্তানের শপিং কমপ্লেক্সের আগুন নিয়ন্ত্রণে
রাজধানীর গুলিস্তানে অবস্থিত খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের আগুন প্রায় পৌনে দুই ঘণ্টার প্রচেষ্টায় সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে।
শুক্রবার (২৬ ডিসেম্বর) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, শুক্রবার আনুমানিক বিকেল ৫টা ১৫ মিনিটে ওই ৮ তলা ভবনের ছাদের ওপর অবস্থিত একটি গোডাউনে (গুদাম) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলাম জানান, বিকেল ৫টা ২৮ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৯টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর সন্ধ্যা ৬টা ৫৮ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার কর্মীরা।
