হংকংয়ে বহুতল আবাসিক ভবনে ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৫৫, নিখোঁজ ২৭০
হংকংয়ের উত্তরাঞ্চলীয় তাই পো জেলার একটি আবাসিক কমপ্লেক্সের একাধিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৫৫ জনে দাঁড়িয়েছে। এক সংবাদ সম্মেলনে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেছে হংকং কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, ক্ষতিগ্রস্ত সাতটি ভবনের মধ্যে চারটিতে আগুন নিয়ন্ত্রণে এসেছে। বাকি ভবনগুলোর আগুনও সন্ধ্যার মধ্যে নিয়ন্ত্রণে আনার আশা করছেন তারা।
জানা গেছে, নিহতদের মধ্যে আগুন লাগার পর ঘটনাস্থলেই ৫১ জনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও ৪ জন মারা যান।
এছাড়া, হাসপাতালে ৪৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানানো হয়েছে। আর এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ২৭০ জন।
বুধবার স্থানীয় সময় দুপুরের দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেন।
আবাসিক ওই কমপ্লেক্সে ৩১ তলা বিশিষ্ট ভবনগুলোতে ২ হাজার ফ্ল্যাট রয়েছে।
ফায়ার সার্ভিস বিভাগ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ভেতরে কতজন মানুষ থাকতে পারে, সে বিষয়ে তাদের কাছে এখনো নির্দিষ্ট কোনো তথ্য নেই।
এদিকে, এ ঘটনায় একটি নির্মাণ প্রতিষ্ঠানের দুই পরিচালক ও এক কনসালট্যান্টকে 'মারাত্মক গাফিলতির' অভিযোগে গ্রেপ্তার করেছে হংকং পুলিশ। আগুন লাগার সময় ভবনটিতে বড় পরিসরে সংস্কারকাজ চলছিল।
পুলিশ জানায়, ভবনের জানালাগুলো পলিস্টাইরিন বোর্ড দিয়ে আটকানো ছিল। এছাড়া নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। এসবের কারণেই আগুন এত দ্রুত ছড়িয়ে পড়েছে বলে ধারণা করছে পুলিশ।
পুলিশ আরও জানিয়েছে, ভবনের বাইরের অংশে যে মেশ ও সুরক্ষামূলক আবরণ পাওয়া গেছে, সেগুলো অগ্নিরোধী নয় বলে মনে হচ্ছে। ভবনের জানালায় স্টাইরোফোমও পাওয়া গেছে।
পুলিশের মুখপাত্র বলেন, "আমাদের বিশ্বাস, প্রতিষ্ঠানটির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা মারাত্মক গাফিলতি করেছেন—যার ফলে এ দুর্ঘটনা ঘটেছে এবং আগুন নিয়ন্ত্রণের বাইরে ছড়িয়ে পড়ে বড় ধরনের প্রাণহানি ঘটিয়েছে।"
যদিও এখনও আগুন লাগার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি।
