জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে জাতিসংঘ মহাসচিব

জাতীয় ঐকমত্য কমিশন ও রাজনৈতিক নেতাদের সঙ্গে গোলটেবিল আলোচনায় বসেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ শনিবার দুপুরে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই গোলটেবিল আলোচনা শুরু হয়।
বৈঠকে জাতিসংঘের সহকারী মহাসচিব রাবাব ফাতেমা, অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, দুদক সংস্কার কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান, নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার ও বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস আলোচনায় অংশ নেন।
বিকেল ২টা ১৫ মিনিট থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত জাতিসংঘ মহাসচিব তরুণদের সঙ্গে সংলাপ এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে বৈঠকে অংশ নেবেন। এরপর বিকেল ৫টা ২০ মিনিটে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে, জাতিসংঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন এবং আনুষ্ঠানিক পতাকা উত্তোলনের জন্য গুলশানে জাতিসংঘের নতুন ভবনে যান গুতেরেস।
বাংলাদেশে জাতিসংঘের কান্ট্রি টিমের সঙ্গে বৈঠক শেষে তিনি ভবনটি পরিদর্শন করেন। পরে, শিল্প, গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা আদিলুর রহমান খানের সঙ্গে যৌথভাবে 'ইউএন হাউস ইন বাংলাদেশ' উদ্বোধন করেন।
চার দিনের সরকারি সফরে বৃহস্পতিবার ঢাকা এসেছেন আন্তোনিও গুতেরেস।