বকেয়া বেতন-ভাতার দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

ঢাকার আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে নবীনগর-চন্দ্রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এদিকে, শ্রমিকদের অবরোধের কারণে সড়কটিতে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
আজ (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে বাড়ইপাড়া এলাকার মাহমুদ ফ্যাশনের শ্রমিকরা সড়কটি অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
আশুলিয়া থানার পরিদর্শক মো. কামাল হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি টিবিএসকে বলেন, 'কারখানাটির শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাসের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। ঘটনাস্থলে পুলিশ আছে, শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সড়িয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা। একইসঙ্গে সমস্যা সমাধানে বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত আছে।'
অন্যদিকে, কারখানাটির শ্রমিদের দাবি, ২০২৪ সালের দুই মাসসহ মোট ৪ মাসের বেতন বকেয়া রয়েছে কারখানাটির শ্রমিকদের। কর্তৃপক্ষ আজ সকাল ১১টার মধ্যে শ্রমিকদের একটি বেতন পরিশোধের আশ্বাস দিয়েছিল। কিন্তু শ্রমিকদের এক মাসের বেতন পরিশোধ না করেই এবং কোনো ধরনের আলোচনা ছাড়াই কারখানার ম্যানেজমেন্ট দুপুরে কারখানা ত্যাগ করে।
দুপুর ১টা পর্যন্ত অপেক্ষা করেও বেতন না পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে।
এবিষয়ে জানতে কারখানার পরিচালক রাফি মাহমুদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার মন্তব্য জানা সম্ভব হয়নি।