‘নিরাপত্তাঝুঁকিতে’ টাঙ্গাইলে ‘তাণ্ডব’ সিনেমার প্রদর্শনী বন্ধ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় 'তাণ্ডব' সিনেমার প্রদর্শনী বন্ধ করে দেওয়া হয়েছে। আয়োজকরা বলছেন, 'নিরাপত্তাঝুঁকি'র কারণে তারা সিনেমাটির প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয়েছেন।
স্থানীয় কামরুজ্জামান সাইফুল ও সাজু মেহেদী নামের দুই ব্যক্তি কালিহাতীর আউলিয়াবাদ এলাকায় জেলা পরিষদের কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হল ভাড়া নিয়ে সিনেমাটির প্রদর্শনী আয়োজন করেছিলেন। আজ মঙ্গলবার দুপুরে সেটি বন্ধ করে দেন তারা।
সাজু মেহেদী বলেন, হলের এসি সার্ভিসিং, টিকিট প্রিন্টিং ও স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছিল। সব মিলিয়ে আমাদের ৯ লাখ টাকার বেশি খরচ হয়েছে। আমরা আড়াই দিনের মতো হলটি চালাতে পেরেছি। ভালো সাড়া পাচ্ছিলাম।
তিনি অভিযোগ করেন, সিনেমাটির প্রচার প্রচারণার ক্ষেত্রে আমাদের বাধা দেওয়া হয়েছে। পোস্টার লাগাতে দেয়নি ও মাইকিংও করতে দেওয়া হয়নি।
কামরুজ্জামান সাইফুল অভিযোগ করেন, আজ সকালে কমিউনিটি সেন্টার কাম মাল্টিপারপাস হলের সামনে ব্যানার লাগানোর পর দুই মিনিটও রাখতে পারিনি। বিভিন্নভাবে আমাকে হুমকি দেওয়া হয়। নিরাপত্তার অভাবে সিনেমার প্রদর্শনী বন্ধ করতে বাধ্য হয়েছি।
এর আগে গত শুক্রবার উপজেলার পারকি ইউনিয়ন ওলামা পরিষদের নেতারা সিনেমাটির প্রদর্শনী বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছিলেন। প্রদর্শনী বন্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে বরাবর লিখিত আবেদনও করেছিলেন তারা।
আন্দোলনকারী মাওলানা আব্দুল্লাহ বলেন, এখানে সিনেমা প্রদর্শনীর কারণে মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদানে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এছাড়াও অসামাজিক কার্যকলাপও হতে পারে। সেজন্য হলটি বন্ধের জন্য বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, আমার কাছে তারা এসেছিলেন। তাদের বলেছি, এই বিষয়ে আমি সিদ্ধান্ত দেওয়ার কেউ নয়।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বলেন, বিষয়টি জেনেছি। জেলা পরিষদের হল ভাড়া নিয়ে সিনেমা চালানো হচ্ছিল। এদিকে বন্ধ করার জন্য আমার অফিসে আবেদনও এসেছে। তবে আমি ছুটিতে রয়েছি।
জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বলেন, হলটি ভাড়া দেওয়ার সময় কিছু শর্তও দেওয়া হয়েছিল। তার মধ্যে অন্যতম ছিল, সেখানে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে সিনেমা চালানো বন্ধ করতে হবে। পরে কী হয়েছে, সে বিষয়ে আমাদের কাছে এখনো কোনো তথ্য নেই।