ইরানের বাড়তি পারমাণবিক উপাদান সরিয়ে নিতে প্রস্তুত রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ও তেহরানের মধ্যে বিরোধ নিরসনে সহায়তা করতে রাশিয়া প্রস্তুত রয়েছে বলে বুধবার জানিয়েছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।
তিনি বলেন, 'ইরান যে বাড়তি পারমাণবিক উপাদান উৎপাদন করেছে, রাশিয়া তা রপ্তানি করে জ্বালানিতে রূপান্তরের ব্যবহারিক সহায়তা দিতে পারে। শুধু রাজনৈতিক নয়, আলোচনার জন্য গঠনমূলক ধারণা ও বাস্তব পদক্ষেপের মাধ্যমেও তারা ওয়াশিংটন ও তেহরান—উভয় পক্ষকে সহায়তা করতে আগ্রহী।'
রাশিয়া ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকারের পক্ষে থাকলেও, পশ্চিমা দেশগুলো ও উপসাগরীয় অঞ্চলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি পারমাণবিক অস্ত্র তৈরির আশঙ্কা সৃষ্টি করেছে।
ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিরোধের মূল কেন্দ্রবিন্দু।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট করেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না।
অন্যদিকে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ত্যাগ করতে পারবে না।
ক্রেমলিন গত সপ্তাহে জানায়, প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক টেলিফোনালাপে ট্রাম্পকে বলেছেন, ইরানের সঙ্গে রাশিয়ার ঘনিষ্ঠ অংশীদারিত্ব কাজে লাগিয়ে আলোচনায় সহায়তা করতে তিনি প্রস্তুত।
যুক্তরাষ্ট্র চায়, ইরান তাদের সব উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেশ থেকে সরিয়ে ফেলুক।
তবে তেহরান বলছে, ২০১৫ সালের পারমাণবিক চুক্তিতে নির্ধারিত সীমার অতিরিক্ত অংশই কেবল রপ্তানি করা হবে।
রাশিয়া বলছে, তারা চায় না ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। তবে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার অধিকার ইরানের রয়েছে এবং এর বিরুদ্ধে সামরিক পদক্ষেপ অবৈধ ও অগ্রহণযোগ্য।
চলতি বছর রাশিয়া ইরানের কাছ থেকে ইউক্রেনে যুদ্ধের জন্য অস্ত্র কিনেছে এবং দুই দেশের মধ্যে ২০ বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর হয়েছে।
