তদবির বাণিজ্য, চাঁদাবাজির অভিযোগে সোনালী ব্যাংকের সিবিএ নেতা জাকির হোসেন আটক
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা মেজবাহ উদ্দীন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

জাকির হোসেন। ফাইল ছবি: সংগৃহীত
তদবির বাণিজ্য ও চাঁদাবাজির অভিযোগে আজ (১১ মার্চ) সোনালী ব্যাংকের সিবিএ নেতা জাকির হোসেনকে আটক করেছ সেনাবাহিনী। পরে তাকে মতিঝিল থানায় হস্তান্তর করা হয়।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কর্মকর্তা মেজবাহ উদ্দীন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে (টিবিএস) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'সেনাবাহিনী সোনালী ব্যাংকের সিবিএ নেতা জাকির হোসেনকে আটক করেছে। তবে এখনও আমাদের কাছে হস্তান্তর করা হয়নি।'
মো. জাকির হোসেন জানুয়ারি মাসে সোনালী ব্যাংক কর্মচারী সমিতির সভাপতি নির্বাচিত হন।