কাজে ফিরেছেন বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা, অংশীজনদের সঙ্গে বৈঠক চেয়ারম্যানের

কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কর্মকর্তা-কর্মচারীরা। দুইদিন সাপ্তাহিক ছুটির পর আজ রোববার (৯ মার্চ) অফিসে ফিরেছেন তারা।
তবে বেশ কিছু কর্মকর্তা জানান, তারা নিজ নিজ ডেস্কে বসে থাকলেও তেমন কোনো কাজ করছে না। সার্বিক পরিস্থিতি নিয়ে তারা আতঙ্কিত।
যে ১৬ জনের নামে মামলা হয়েছে, তারা কেউ আজ অফিসে আসেননি।
প্রসঙ্গত, এক নির্বাহী পরিচালককে বাধ্যতামূলক অবসরে পাঠানোর প্রতিবাদে গত বুধবার বিএসইসির চেয়ারম্যান ও তিন কমিশনারকে অবরুদ্ধ করে রাখেন কমিশনের কর্মকর্তা-কর্মচারীরা। সেনাবাহিনীর একটি দল গিয়ে পরে তাদের উদ্ধার করেন।
একই দাবিতে বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেন কমিশনের কর্মকর্তা- কর্মচারীরা।
অন্যদিকে, বুধবার পুরো কমিশনকে অবরুদ্ধ রাখার প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে শেরে বাংলা নগর থানায় চেয়ারম্যানের গানম্যান আশিকুর রহমান একটা মামলা দায়ের করেন। এতে কমিশনের নির্বাহী পরিচালক সাইফুর রহমান, মাহবুবুল আলম, রেজাউল করিমসহ ১৬ জনকে আসামি করা হয়।
এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে রোববার পুঁজিবাজারের অংশীজনদের সঙ্গে বৈঠক করেছে কমিশন।
বৈঠক শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।
তিনি বলেন, 'কমিশনের অংশীজনদের পূর্ণ আস্থা আছে। কোনো বিষয়ে কেউ ক্ষুব্ধ হলেও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিবাদ জানানোর সুযোগ আছে। কাউকে জিম্মি করে হওয়া উচিত না।'