শেখ হাসিনা স্টেডিয়ামের নাম বদলে করা হলো জাতীয় ক্রিকেট গ্রাউন্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নিজস্ব অর্থায়নে পূর্বাচলে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম 'দ্য বোট' নির্মাণের পদক্ষেপ নেওয়া হয় বেশ কয়েক বছর আগে। কার্যক্রম শুরুরও কয়েক বছর হয়ে গেছে। কিন্তু কাজের কাজ তেমন কিছুই হয়নি। উল্টো গত বছরের আগস্টে স্টেডিয়ামের নির্মাণ কাজের দরপত্র গ্রহণের প্রক্রিয়া বাতিল করা হয়। এবার বদলে ফেলা হলো। স্টেডিয়ামটির নাম দেওয়া হয়েছে জাতীয় ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)।
সোমবার বোর্ড সভা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ১৮তম এই সভায় অনেক বিষয় নিয়েই আলোচনা হয়েছে। এর মধ্যে অন্যতম ছিল পূর্বাচলের স্টেডিয়ামটির নতুন নামকরণ। সভা শেষে সংবাদ সম্মেলনে স্টেডিয়ামটির নতুন নামকরণের ব্যাপারে জানান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু।
তিনি বলেন, 'আজকের মিটিংয়ে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে, বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি আমরা। আপনারা জানেন সরকারের পক্ষ থেকে একটা বিজ্ঞপ্তি হয়েছে। সেটার পরিপ্রেক্ষিতে আমরা শেখ হাসিনা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে… এখন থেকে বলা হবে এনসিজি, ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড। এটা করা হয়েছে।'
২০১৮ সালে শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম তৈরির কার্যক্রম শুরু হয়। কিন্ত এতো দিনেও কাজের কাজ কিছুই হয়নি। গত ৭ বছরে মাঠের কাজ না হলেও কয়েক দফায় বেড়েছে বাজেট। বসানো হয়নি একটি খুটিও, মাঠটিকে খেলার উপযুক্ত বানানোতেই মনোযোগ ছিল বিসিবির।
রাজনৈতিক পট পরিবর্তনের পর এই স্টেডিয়ামের কাজ আরও থমকে যায়। গত বছরের আগস্টে স্টেডিয়ামের নির্মাণ কাজের দরপত্র বাতিল করা হয়। নতুন বিসিবি সভাপতি হয়েই এটা জানান ফারুক আহমেদ। সেস সময় তিনি জানান নাম ও নকশাতেও আসবে পরিবর্তন। আজ এলো নতুন নামকরণের ঘোষণা। নৌকা সদৃশ নকশাও পাল্টে ফেলা হবে।