ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে ফের ভাঙচুর, অগ্নিসংযোগ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নোয়াখালীর কোম্পানীগঞ্জে উপজেলায় গ্রামের বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। প্রত্যক্ষদর্শীরা জানান, আজ বৃহস্পতিবার একটার দিকে এ ঘটনা ঘটে। এসময় কয়েক শ বিক্ষুব্ধ ছাত্র-জনতা লাঠিসোঁটা নিয়ে ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে হামলা চালান।
উত্তেজিত জনতা এসময় ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার সাবেক মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের মির্জার দ্বিতল পাকা ভবনে ঢুকেও ব্যাপক ভাঙচুর চালান। পরে লোকজন বাড়ির বিভিন্ন মালামাল নিয়ে যায়।
এসময় ওবায়দুল কাদেরের পরিবারের কোনো সদস্য বা আত্মীয় বাড়িটিতে উপস্থিত ছিলেন না।
এর আগে গত ৫ আগস্ট একই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছিল, পরে আব্দুল কাদের মির্জা তাঁর স্বজনদের মাধ্যমে বাড়িটির সংস্কারকাজ করান। সংস্কারকাজের পর আজ আবার ভাঙচুর চালানো হলো।
ওবায়দুল কাদেরের আরেক ছোট ভাই শাহাদাত হোসেনের বাড়িতেও আগুন জ্বালিয়ে ভাঙচুর করা হয়।
ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী জেলা শাখার সমন্বয়ক মো. আরিফুল ইসলাম। তিনি বলেন, অসংখ্য মানুষ ওবায়দুল কাদের ও তাঁর ভাইয়ের বাহিনীর মাধ্যমে অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন। এসব কারণে তাঁদের প্রতি যে ক্ষোভ জমেছিল, আজকের হামলা-ভাঙচুর তারই বহিঃপ্রকাশ।
আরিফুল ইসলাম জানান, 'আগামীতেও যাতে কেউ আর স্বৈরাচার হতে না পারে— আজকের এ দিনটি তাদের জন্য বিশেষ সংকেত। যতবারই স্বৈরাচার মাথা ঝাড়া দিয়ে উঠবে— ততবারই ছাত্র-জনতা তাদের স্বৈরাচারকে ধূলিসাৎ করবে।'
এ বিষয়ে জানতে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিমের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।