গাজীপুরে হাসিনা, কাদেরসহ ৪২ জনের বিরুদ্ধে আরও একটি হত্যা মামলা

গত বছরের আগস্টে গাজীপুরে জুলাই গণঅভ্যুত্থানের সময় গুলিতে ইলিম হোসেন (৪৩) নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলের ৪২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে।
রোববার (২৭ জুলাই) রাতে গাজীপুরের কালিয়াকৈর থানায় মামলাটি দায়ের করেন আবু সাইদ রাজু নামে এক ব্যক্তি, যিনি নিজেকে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী বলে দাবি করেছেন। তিনি কালিয়াকৈরের হরিণহাটি এলাকার সেকান্দার আলীর ছেলে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলায় আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন, মিজান হোসেন, চান্দু মেম্বার, মোহসিন, আবদুর রাজ্জাক, আলমগীর হোসেন, ছাত্রলীগ নেতা হাসান মৃধা ও যুবলীগ সদস্য রফিকুল ইসলাম। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩-৪ শতজনকেও আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, ২০২৩ সালের ৫ আগস্ট 'এক দফা' দাবিতে কমপ্লিট শাটডাউনের কর্মসূচিতে অংশ নিয়ে কালিয়াকৈরের সফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। তখন আওয়ামী লীগের নেতা-কর্মীরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালান। এ সময় গুলিবিদ্ধ হন ইলিম হোসেন। পরে তাঁকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়।
বাদী আবু সাইদ রাজু বলেন, নিহত ইলিম হোসেন তার সহযোদ্ধা ছিলেন। নিহতের পরিবার মামলা করতে না চাওয়ায় তিনি নিজে বিচার চেয়ে মামলা করেছেন। নিহতের পরিবারের সদস্য ও আন্দোলনের অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে আলোচনার কারণে মামলা করতে দেরি হয়েছে বলেও জানান তিনি।