এপ্রিলের তৃতীয় সপ্তাহে হতে পারে বিজিএমইএ নির্বাচন

দেশের তৈরি পোশাকখাতের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন– বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ) নির্বাচন চলতি বছরের এপ্রিলের তৃতীয় সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনটাই জানিয়েছে ব্যবসায়ী জোটটির অভ্যন্তরীণ কিছু সূত্র।
বিজিএমইএ কর্মকর্তারা বলেছেন, নির্বাচনের আগে আগামী ২৬ জানুয়ারি একটি নির্বাচন বোর্ড গঠন করা হবে। নাম না প্রকাশের শর্তে এসব কর্মকর্তারা উল্লেখ করেন যে, নির্বাচন বোর্ড গঠনে এরমধ্যেই বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন অনুবিভাগ (ডিটিও) এর পরিচালককে একটি প্রস্তাব পাঠানো হয়েছে।
বিজিএমইএ'র প্রশাসক মো. আনোয়ার হোসেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, যার মাধ্যমে এই ব্যবসায়ী সমিতি পরিচালনার ভার একটি নির্বাচিত কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে।'
জানুয়ারির শেষদিকে হালনাগাদ করা একটি ভোটার তালিকা প্রকাশ করা হবে জানিয়ে তিনি আরও বলেন, 'সব স্টেকহোল্ডার (অংশীজন) যদি আমাদেরকে সহযোগিতা করেন, তাহলে আমরা পরিকল্পনামাফিক নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন করতে পারব।'