Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
July 22, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, JULY 22, 2025
বেওয়ারিশ কুকুরছানা যেভাবে রোহিঙ্গা ক্যাম্পের 'মানবিক মাসকট'

ফিচার

জ্যাসন ববিয়েন
12 October, 2020, 10:15 pm
Last modified: 12 October, 2020, 10:48 pm

Related News

  • শিলং থেকে কক্সবাজারে নব্য ‘গডফাদার’ এসেছে: সালাহউদ্দিনকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন
  • গডফাদারতন্ত্র-মাফিয়াতন্ত্রকে বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করতে হবে: নাহিদ ইসলাম
  • কক্সবাজারে এনসিপির পদযাত্রা শুরু
  • কক্সবাজারে হাসপাতালের অনিয়ম তদন্তে দুদকের অভিযান
  • কক্সবাজারে সৈকতে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ১

বেওয়ারিশ কুকুরছানা যেভাবে রোহিঙ্গা ক্যাম্পের 'মানবিক মাসকট'

কক্সবাজার সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা চালানোর সময় শান্তিতে নোবেলজয়ী সংস্থা 'বিশ্ব খাদ্য কর্মসূচি'র একদল কর্মী এক মাস বয়সী কুকুরছানাটি উদ্ধার করেন। সেটি এখন পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবিরে 'মানবতাবাদের' অংশ।
জ্যাসন ববিয়েন
12 October, 2020, 10:15 pm
Last modified: 12 October, 2020, 10:48 pm
জেনা স্নোডনের সঙ্গে ফক্সট্রট। ছবি: জ্যাসন ববিয়েন/এনপিআর

মিয়ানমার থেকে পালিয়ে আসা প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীর পাশে দাঁড়াতে চলমান ব্যাপক বিস্তৃত মানবিক কর্মযজ্ঞের প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে কক্সবাজার। তবে স্থানীয়দের কাছে কক্সবাজার পর্যটনের কেন্দ্রবিন্দুও। ৭৫ মাইল বিস্তৃত অখণ্ড বালুকাময় উপকূলরেখায় 'পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত' এটি।

সৈকত পরিচ্ছন্নতার কাজে মাসে একবার বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠনের আন্তর্জাতিক মানবতাবাদী কর্মী এখানে একসঙ্গে কাজ করতে এসে কক্সবাজারের দুই রূপেরই দেখা পান।

গত বছরের নভেম্বরে এমনই এক পরিচ্ছন্নতাকর্ম চালানোর সময় বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) একদল কর্মী এক মাস বয়সী এক কুকুরছানা উদ্ধার করেন। সেই থেকে সেটির নাম রাখা হয়, 'ফক্সট্রট'।

'হুট করেই কুকুরছানাটি চোখে পড়ল আমাদের। তারপর সে পিছু নিতে শুরু করল,' বলেন নিউজিল্যান্ডের নাগরিক ও ডব্লিউএফপি কমিউনিকেশন অফিসার জেমা স্নোডন। 'আমরা ওকে নিরস্ত করার চেষ্টা করেছিলাম। চেয়েছিলাম, ও যেন ওর মায়ের কাছেই ফিরে যায়। কিন্তু ও আমাদের পিছু ছাড়ল না।'

ফক্সট্রট। ছবি: ইনস্টাগ্রাম

ফক্সট্রট ছিল রোগা ও পরিশ্রান্ত। ভীষণ রকম পানিশূন্যতায় ভুগছিল। নিজের মাকে খুঁজে বের করার বদলে স্নোডনের পিছু নেওয়ার দিকেই মনোযোগ ছিল ওর। ফলে স্নোডন ওকে ডব্লিউএফপি কম্পাউন্ডে, নিজের অফিসে নিয়ে আসেন।

'রাতে আমি ওকে ওখানেই রেখে দিলাম। বিশ্বাস করুন, আমরা কেউ ভাবিনি ও বেঁচে যাবে। কেননা, একেবারেই পুঁচকে এ রকম একটা কুকুরছানা কী করে মাকে ছাড়া বাঁচবে,' বলেন স্নোডন। 'পরের দিন অফিসে এসে দেখি, সে চারপাশে আনন্দে ছুটোছুটি করছে। তারপর থেকে কম্পাউন্ডজুড়ে ছুটে বেড়ায় সে।'

স্নোডনের শুশ্রূষায় নিজের শক্তি ফিরে পেয়েছে ফক্সট্রন। রোহিঙ্গা ক্যাম্পে ডব্লিউএফপির গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের আলোচনায় ওকে এখন অনলাইন ভিডিওতে ভয়েসওভার দিতে (কুকুরের কণ্ঠে) দেখা যায়!

Want to see something that will brighten your day? Meet Foxtrot the Humanitarian Pup! ?❤️ He was adopted by WFP staff in #Bangladesh and now has his own #Instagram account!

See the world through his eyes & follow him on all his adventures ?? @humanitarian_pup pic.twitter.com/f2ssf21pkY— World Food Programme (@WFP) March 4, 2019

কম্পিউটারের মনিটরে ভেসে ওঠা এক ভিডিওতে আন্তরিকভাবে ফক্সট্রট ঘোষণা দেয়, 'পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবিরের কর্মযজ্ঞের আমিও একটা অংশ। আমার নিজের একটা আইডি ব্যাজ রয়েছে! আপনারা কি জানেন, ৮ লাখ ৭০ হাজারেরও বেশি রোহিঙ্গা শরণার্থীর আপনাদের সাহায্য প্রয়োজন?' 

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের আনুষ্ঠানিকভাবে কাজ করার অনুমতি নেই। মূলত জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ওপর তাদের নিজেদের ও পরিবারের খাদ্য নির্ভর করে। বাংলাদেশে ৮ লাখ ৬৯ হাজার ৬৯০ জন রোহিঙ্গাকে প্রতি মাসে ৮ হাজার মেট্রিক টন চাল-সহ বিভিন্ন খাদ্য সহায়তা দেয় ডব্লিউএফপি।

বলে রাখা ভালো, এ বছর শান্তিতে নোবেল পেয়েছে এই সংস্থা।

কক্সবাজারে ডব্লিউএফপির অফিসে ফক্সট্রটের আগমনকে অবশ্য শুরুতে সবাই ভালোভাবে নেননি। 'কুকুর আমার মোটেও ভালো লাগে না,' বলেন সংস্থাটির কক্সবাজার কর্মযজ্ঞে জেন্ডার ইস্যু নিয়ে কাজ করা বিন্তা বাজাহা। তিনি মূলত গাম্বিয়ার মানুষ হলেও বসবাস কানাডায়। ফক্সট্রটকে যখন 'উদ্ধার' করা হয়ে, সেই সৈকত পরিচ্ছন্নতাকর্মে তিনিও ছিলেন। তবে কুকুরছানাকে অফিসে নিয়ে আসার আইডিয়াটি তার মনে ধরেনি।

"ফক্সট্রটকে অফিসে এনে তারা কী করার কথা ভাবছিলেন, আমার কোনো ধারণাই ছিল না। স্রেফ মনে হয়েছিল, 'আরে, অফিসে কুকুরছানার কাজ কি?'"

ফক্সট্রট। ছবি: ইনস্টাগ্রাম

মানুষের অফিসে কুকুরছানা কী কাজে লাগবে, সেটি নিশ্চয় একটি বড় প্রশ্ন হয়ে উঠতে পারে। "ও 'হ্যালো' বলতে আর এর-ওর পায়ে যৎসামান্য কামড় বসাতে পছন্দ করে," হাসতে হাসতে বলেন কক্সবাজারে ডব্লিউএফপির ডেপুটি ইমার্জেন্সি কোঅর্ডিনেটর জেফ কাপুর। নিজেকে ভারতীয়-কেনিয়ান পরিচয় দেওয়া জেফ বেড়ে উঠেছেন যুক্তরাজ্যে। তিনি জানান, তাদের অফিস কম্পাউন্ডে একটা বড় উপহার হয়ে উঠেছে ফক্সট্রট। 'আমরা ওকে ভালোবাসি। আর, ও আমাদের সঙ্গেই থাকে।'

ফক্সট্রট যখন এখানে আসে, কতদিন টিকতে পারবে, সে ব্যাপারে কেউ অবশ্য নিশ্চিত ছিল না। কয়েক সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বারের মতো অসুস্থ হয়ে প্রায় মরতেই বসেছিল সে।

'কক্সবাজারে কোনো পশুচিকিৎসক নেই। তার মানে, আমরা ওকে টিকা দিতে পারিনি,' বলেন স্নোডন। 'ও পারভোভাইরাসে আক্রান্ত কি না, এ নিয়ে বেশ ঘাবড়ে গিয়েছিলাম। কেননা, টিকা না দেওয়া কুকুরছানাদের ক্ষেত্রে পারভোভাইরাসে মৃত্যুর হার প্রায় ৯০ শতাংশ।'

আসলে কক্সবাজারে একজন পশুচিকিৎসক রয়েছেন; তবে তিনি শুধু ছাগল, ভেড়া ও গবাদিপশুর এবং কালেভদ্রে ঘোড়ার চিকিৎসা করেন।

ফলে সহকর্মীদের ওপর ভরসা করে, ফক্সট্রটের জন্য আইভি ফ্লুইড খুঁজে আনার চেষ্টা করেন স্নোডন। কয়েকজন নার্সেরও ব্যবস্থা করেন তিনি। আর এভাবে সুস্থ হয়ে ওঠে ফক্সট্রট।

View this post on Instagram

Swipe ? for a photo montage of one of the sickest puppers there ever was (not current photos so don't stress) ? this is when I had parvovirus and couldn't even muster the strength to climb into bed so my colleagues made me nice and comfy on the floor, well comfy aside from the needle in my paw! It was touch and go there for a while and everyone thought I'd never pull through. I sure showed them how wrong they were though. I made a full recovery and two weeks later I started this very instagram account because I decided I needed to do my little bit to help draw attention to issues that are important to me and millions of others around the world. I was one of the lucky ones though. It's impossible to know how many puppies die in Cox's Bazar every year because they don't have the same access to necessities in life that I've had. It's just one of the many inequalities, inadequacies, and fragilities I see in the world around us and I think these have been exposed this year more than every before because of COVID-19. But the good news is that it's never too late to change. Tomorrow the 75th United Nations General Assembly begins and it's an important time for us to commit to building a future we want for ourselves, our children, and the many many generations that will come after. That means governments around the world all working together (I hear my colleagues refer to this as multilateralism) to make our global community stronger and more resilient as we collectively recover from the immediate and ongoing impacts of COVID-19 ????

A post shared by Foxtrot (@humanitarian_pup) on Sep 14, 2020 at 2:57am PDT

এদিকে, ওর প্রাণ বাঁচাতে 'কুকুর আমার মোটেও ভালো লাগে না' বলা বাজাহাও খেটেছেন খুব।

'এক শুক্রবারে, এখানকার সাপ্তাহিক ছুটির দিনে জেমা (স্নোডন) আমাকে ফার্স্ট-এইড কিট এনে দিতে ফোন করলেন,' বলেন বাজাহা, এত মাস পরও তিনি সেই ঘটনা ভেবে অবাক হন। 'আমি উঠে গিয়ে দেখলাম, ওর অবস্থা কী। এরপর ওর প্রতি মায়া জেগে ওঠল। আমি কুকুর পছন্দ করি বা না করি, তাতে কিচ্ছু যায়-আসে না; সে আসলে এই পরিবারেরই একটা অংশ।'

এ বছরের আন্তর্জাতিক নারী দিবসে (৮ মার্চ) বাজাহাকে তার সাহায্যের দাম ফিরিয়ে দিয়েছে ফক্সট্রট। মাঠে বেড়াতে যাওয়ার সময় সে ডব্লিউএফপি'র একটা ক্যাপ মাথায় পরে। মানবতাবাদী কাজে ন্যস্ত থাকা পশুর একটি পরিচয় এটি। জেন্ডার ইস্যুতে বাজাহানের কর্মকাণ্ডের প্রতি সম্মান জানাতে, সেই ক্যাপের বদলে নারী দিবসের বিশেষ বেগুনিরঙা ক্যাপ পরেছিল সে।

ফক্সট্রট। ছবি: ইনস্টাগ্রাম

'ওর একটা ইনস্টাগ্রাম পেজ আছে, যেন রোহিঙ্গাদের জন্য কক্সবাজারে আমাদের কর্মকাণ্ড সম্পর্কে মানুষকে অবগত করতে পারে। তাই  ভালোবাসি বা না-বাসি, ফক্সট্রটকে একটা সম্পদ হিসেবেই গণ্য করি আমি,' বলেন বাজাহা।

এদিকে, স্নোডন জানান, 'মাসকট' গুণের পাশাপাশি, প্লাস্টিকের বোতল কুড়াতেও দক্ষ ফক্সট্রট। পৃথিবীর সবচেয়ে বড় শরণার্থী শিবিরটিতে যখন ওর কাজ থাকে না, তখন ওকে ইনস্টাগ্রামে (Humanitarian_Pup) এবং এমনকি কখনো কখনো টুইটারেও খুঁজে পাওয়া যাবে।

  • এনপিআর থেকে অনুবাদ: রুদ্র আরিফ

Related Topics

টপ নিউজ

কুকুর / কক্সবাজার / বিশ্ব খাদ্য কর্মসূচি / রোহিঙ্গা ক্যাম্প

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • উত্তরার মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, শিশু ও পাইলটসহ নিহত অন্তত ২০, হাসপাতালে ১৭১
  • মাইলস্টোনে আহত ছোট বোনকে একাই ঢাকা মেডিকেলে নিয়ে এল কলেজপড়ুয়া রোহান
  • কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তা
  • ফেনীতে আকস্মিক বন্যা, তিন ঘণ্টায় পরশুরামে পানির উচ্চতা বেড়েছে ৩.২ মিটার
  • জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের পুনর্বাসনে থাকছে না ফ্ল্যাট বা চাকরিতে কোটা সুবিধা
  • উত্তরায় বিমান দুর্ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

Related News

  • শিলং থেকে কক্সবাজারে নব্য ‘গডফাদার’ এসেছে: সালাহউদ্দিনকে ইঙ্গিত করে নাসীরুদ্দীন
  • গডফাদারতন্ত্র-মাফিয়াতন্ত্রকে বাংলাদেশের মাটি থেকে উচ্ছেদ করতে হবে: নাহিদ ইসলাম
  • কক্সবাজারে এনসিপির পদযাত্রা শুরু
  • কক্সবাজারে হাসপাতালের অনিয়ম তদন্তে দুদকের অভিযান
  • কক্সবাজারে সৈকতে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ১

Most Read

1
বাংলাদেশ

উত্তরার মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, শিশু ও পাইলটসহ নিহত অন্তত ২০, হাসপাতালে ১৭১

2
বাংলাদেশ

মাইলস্টোনে আহত ছোট বোনকে একাই ঢাকা মেডিকেলে নিয়ে এল কলেজপড়ুয়া রোহান

3
বাংলাদেশ

কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতে ওএমএসের মাধ্যমে আলু বিক্রির চিন্তা

4
বাংলাদেশ

ফেনীতে আকস্মিক বন্যা, তিন ঘণ্টায় পরশুরামে পানির উচ্চতা বেড়েছে ৩.২ মিটার

5
বাংলাদেশ

জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের পুনর্বাসনে থাকছে না ফ্ল্যাট বা চাকরিতে কোটা সুবিধা

6
বাংলাদেশ

উত্তরায় বিমান দুর্ঘটনায় মঙ্গলবার রাষ্ট্রীয় শোক ঘোষণা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net