কক্সবাজারে এনসিপির পদযাত্রা শুরু
'দেশ গড়তে জুলাই পদযাত্রা' কর্মসূচির অংশ হিসেবে কক্সবাজার শহরে এসে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। শনিবার দুপুর ২টায় কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে পদযাত্রা করে শহরে প্রবেশ করেন তারা।
এরপর শহীদ দৌলত ময়দান (কক্সবাজার পাবলিক লাইব্রেরি ও ইনস্টিটিউট) চত্বরে সমাবেশ শুরু হয়।
সমাবেশের মঞ্চে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, তাসনীম জারা এবং কেন্দ্রীয় নেতারা উপস্থিত আছেন।
এর আগে, সকাল ১০টা থেকে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সমর্থকরা বাস টার্মিনাল এলাকায় জড়ো হন। সেখান থেকে পদযাত্রা শুরু করে তারা দুপুর ২টায় সমাবেশস্থলে পৌঁছান। মঞ্চে বর্তমানে স্থানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।
