মাউন্টেন ডিউ’র লোগোতে ফিরে আসছে ‘মাউন্টেন’ লেখাযুক্ত ডিজাইন

পেপসিকোর মালিকানাধীন বেভারেজ মাউন্টেন ডিউ সম্প্রতি লোগোতে পরিবর্তন এনেছে। এক্ষেত্রে পূর্বের 'মাউন্টেন' লেখাটি প্রায় দেড় দশক পর লোগোতে ফিরিয়ে আনা হয়েছে।
একইসাথে নতুন লোগোতে প্রতিষ্ঠাকালীন সাল '১৯৪৮' যুক্ত করা হয়েছে। পেছনে রাখা রয়েছে পাহাড়ের ডিজাইন।
আগামী বছরের মে মাস থেকে নতুন লোগো সম্বলিত ক্যান ও বোতল বাজারে পাওয়া যাবে। মূলত চলতি বছরের প্রথমার্ধে পানীয়টির বিক্রি ৭ ভাগ কমে যাওয়ার পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো।
প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত মোট পাঁচবার মাউন্টেন ডিউ এর লোগো পরিবর্তন করা হয়েছে। সর্বশেষ লোগো পরিবর্তন করা হয়েছে ২০০৯ সালে।

অন্যদিকে মাউন্টেন ডিউ ভক্তরা মনে করেন, নতুন লোগোটির সাথে নব্বই দশকের লোগোর মিল রয়েছে। যদিও পেপসিকো কোম্পানির চিফ ডিজাইন অফিসার মাউরো পোরচিনি মনে করেন, দুটি লোগো কনসেপ্টের দিক থেকে ভিন্নতর।
এদিকে 'ভয়ের পরেই জয়' ক্যাম্পেইন নিয়ে বেশ আলোড়ন তৈরি করেছিল মাউন্টেন ডিউ। জনপ্রিয় এই কোমল পানীয় ব্র্যান্ডটির এই টিভিসিতে যুক্ত ছিলেন বলিউডের সুপারস্টার হৃতিক রোশন।
মাউন্টেন ডিউ ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে প্রচার করে যে, যেকোনো চ্যালেঞ্জের মুখে সবার সামনে দুটি পথ খোলা থাকে; হয় ভয়ের কাছে পরাজয় স্বীকার করে পিছিয়ে যাওয়া অথবা ভয়কে জয় করে সামনে এগিয়ে যাওয়া। আসল হিরোরা শেষের পথটি বেছে নেয়, যা তাদেরকে অন্যদের থেকে আলাদা করে।
অনুবাদ: মোঃ রাফিজ খান