Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Tuesday
December 23, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
TUESDAY, DECEMBER 23, 2025
‘এক অচেনা লোক ফোন দিয়ে বলল ইমরান হাসপাতালে, গিয়ে দেখি রক্তে ভাসছে’

বাংলাদেশ

সৈয়দ মেহেদী হাসান
30 July, 2024, 10:55 am
Last modified: 01 August, 2024, 01:52 pm

Related News

  • খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: ‘মাদক’ ও ‘নারীঘটিত’ বিরোধের জেরে হামলার ধারণা পুলিশের
  • এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ
  • বরিশালে টিসিবির স্মার্ট কার্ড বিতরণে বিলম্ব, বিপাকে হাজারো মানুষ
  • নারায়ণগঞ্জে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান ধলেশ্বরী নদীতে; নিহত ৩
  • অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্রসৈকতে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১৫

‘এক অচেনা লোক ফোন দিয়ে বলল ইমরান হাসপাতালে, গিয়ে দেখি রক্তে ভাসছে’

বরিশাল জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামের বাসিন্দা ইমরান ১৯ জুলাই শুক্রবার বিকেলে শাহজাদপুর বাজারে গুলিবিদ্ধ হন। সেখান থেকে তাকে উদ্ধার করে নিকটস্থ ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রোববার (২১ জুলাই) বিকেলে গৌরনদীর গ্রামের বাড়িতে দাফন করা হয়।
সৈয়দ মেহেদী হাসান
30 July, 2024, 10:55 am
Last modified: 01 August, 2024, 01:52 pm
নিহত ইমরান খলিফার মা, স্ত্রী ও সন্তান। ছবি: সংগৃহীত

মূল সড়ক থেকে কাদামাখা পিচ্ছিল পথ পেরিয়ে বাড়ির সীমানায় ঢুকতেই দেখা গেলো নতুন একটি কবরের যত্ন নিচ্ছেন ষাটোর্ধ্ব বৃদ্ধ। তাকে সাহায্য করছেন পঞ্চাশ বছরের এক নারী। কাজের শব্দ আর ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস ছাড়া আর কোন শব্দ হচ্ছিল না। কি করছেন—প্রশ্ন করতেই মুখ তুলে তাকালেন দুজন। এরপর হাউমাউ কান্নায় ভেঙে পড়লেন সমস্বরে।  

একজনের নাম নজরুল ইসলাম, অপরজন তার স্ত্রী সেলিনা বেগম। দুজনে মিলে ছেলের কবরের যত্ন করছিলেন।

ঝিরি ঝিরি বৃষ্টির ফোটা কপাল থেকে মুছতে মুছতে নজরুল ইসলাম বলেন, "শুক্কুরবার (শুক্রবার) বিয়ালে পোলার মোবাইল থেইক্যা একটা কল আয়। আনুমানিক সন্ধ্যা ৬টার দিকে। আমি নামাজে যামু হেইজন্য রেডি হইতেছিলাম। কল ধরতেই একজন অচেনা মানুষ কথা কইতে লাগলো। আমি কইলাম, ইমরান—কথা হোন (শোন) না? ওদিক দিয়া কইল, হে ডাক্তার। ইউনাইটেড হাসপাতালের ডাক্তার। ইমরান নাকি খুবই অসুস্থ। শিগগির কাউরে পাঠাইতে কইল।"

বুক ভর্তি দীর্ঘশ্বাস ছেড়ে দিয়ে কিছুক্ষণ দম নিলেন। আবারো চোখ মুছতে মুছতে বলেন, "আমি পোলার বউরে কল দিয়া কইলাম—শান্তা শিগগির হাসপাতালে যাও। ইমরান ভালো নাই। ইমরানের একটা পোলা আছে ২২ মাসের। তারে নিয়া রাস্তার গ্যাঞ্জামের মধ্যে হাসপাতালে গিয়া শান্তা দেখে আমার বাজানের শইল (শরীর) দিয়া রক্তের নদী বইতাছে। ডাক্তার কইছে, হে মইরা গ্যাছে।"

বলতে বলতে দম আটকে আসছিল নজরুল ইসলামের। ছেলের কবরের পাশে বসে পড়েন। পাশেই কাঁদছিলেন সেলিনা বেগম। তিনি ফোঁপাতে ফোঁপাতে বলেন, "আমরা কেউ ভালো নাই বাজান। আমার পোলার এক দিক দিয়া গুল্লি দেছে—নাড়িভুঁড়ি নিয়া আরেক দিক দিয়া বাইর হইয়্যা গ্যাছে। আমার বাজানের অনেক কষ্ট হইছে মউতে (মৃত্যুতে)।"

এতক্ষণে প্রতিবেশী আরো কয়েকজন জড়ো হয়ে গেছেন। সত্তর বছরের জালাল সরদার বলেন, "ইমরানকে ছোট বেলা থেকেই চিনি। ওর মা-বাবা, স্ত্রী সন্তান খুব ভালোবাসতো। সংসার চালাতে খুব পরিশ্রম করতো। এলাকায় নিরীহ ভদ্র ছেলে ছিল। ও কখনো কোন দলের রাজনীতি করতো না। এভাবে ছেলেটি মারা যাবে ভাবতেও পারিনি।"

তার সাথেই কথা বলতে বলতে নিহত ইমরান খলিফার ঘরে পৌঁছে দেখা গেলো বারান্দায় ভাবলেশহীন বসে আছেন শান্তা আক্তার (২৬)। তিনি নিহত ইমরানের স্ত্রী। কোলে একমাত্র ছেলে ইয়াজ খলিফা। কোটরিভূত চোখে নিষ্পলক তাকিয়ে আছে দূরে স্বামীর কবরের দিকে।

অপ্রয়োজনীয় কিছু আলাপের পর স্বামীর শেষ সময়ের কথা জানতে চাইলেই ডুকরে কেঁদে উঠলেন। কাঁদতে কাঁদতেই বললেন, "ওর আব্বু নাই আজ দশ দিন। আমার কাছে মনে হয় এই যেন এসে ডাক দিবেন আমাকে। আমিতো তার অপেক্ষায় বসে আছি। সে আমাকে রাতের খাবার রেডি করতে বলে বাইরের পরিস্থিতি দেখতে বেড় হইলো। এরপরই সব শেষ।"

শান্তা জানান, ২০২৩ সালের নভেম্বরে ইমরান তাদের ঢাকা নিয়ে যান। শাহজাদপুর খিলবাড়িটেক এলাকায় একটি টিনশেড ঘরে ভাড়া থাকতে শুরু করেন। ঐ এলাকায় ফুটপাতে জুতা বিক্রির ব্যবসা শুরু করেন ইমরান। ৩ মাস এই ব্যবসা করলেও তাতে সংসার চলছিল না। শেষে ব্যবসা ছেড়ে দিয়ে দিনমজুরিতে নামেন। আর বিভিন্ন এলাকায় কাজের খোঁজ করতে থাকেন। চেষ্টা করতে করতে চলতি বছরের ৩ জুলাই নিয়োগ পান গুলশান-২ এ চারুলতা অ্যাপার্টমেন্টের নিরাপত্তাকর্মী হিসেবে।

শান্তা আক্তার বলেন, "ঢাকায় খাইয়্যা-না খাইয়্যা ছিলাম। ইমরান কইতো ধৈর্য ধরতে—একদিন আমাগো সুদিন আইবো। চাকরিডা পাইয়া কী খুশি হইছিল, কিন্তু প্রথম বেতনডাও খাইয়া যাইতে পারলো না। এট্টু সুখের মুখ দেখলাম, তহন সব সুখ কাইররা নিলো। এই পোলা কেডা দেখবে, মোরে কেডা কইবে—শান্তা আমাগো সুদিন ফিরবে।"

ঘটনার দিনের বর্ণনা করতে গিয়ে জানান: শুক্রবার (১৯ জুলাই) ইমরানের অফিস ডিউটি ছিল সকাল ৮টা থেকে। কিন্তু সে (স্ত্রী) অসুস্থ থাকায় সকালে অফিসে যায়নি। অফিসে স্ত্রীর অসুস্থতার কথা জানিয়ে সন্ধ্যা ৭টার দিকে যাবে বলে জানায়। অফিস থেকেও যাওয়ার চাপ ছিল না। অফিস থেকে জানিয়েছিল, পরিস্থিতি ভালো হলে যেন যায়। কিন্তু দুপুরের খাবারের পর স্ত্রীর সাথে পরামর্শ করে বলে, নতুন চাকরি। কাজে যোগ না দিলে যদি চাকরি চলে যায়? বিকেল সাড়ে পাঁচটার দিকে স্ত্রীকে রাতের খাবার তৈরি করতে বলে বাইরের পরিস্থিতি দেখতে যায়। সঙ্গে কয়টা টাকাও নিয়ে যায় স্ত্রীর ওষুধ কিনে আনার জন্য। এভাবে সময় গড়াতে থাকে। সন্ধ্যা ৭টার দিকে শ্বশুর নজরুল ইসলাম শান্তা আক্তারকে মোবাইলে জানায় ইমরানের অসুস্থতার কথা।

শান্তা বলেন, পুরো গণ্ডগোলের মধ্যে আমি হাসপাতালে গিয়ে খুঁজতে খুঁজতে দেখি আমার ইমরান লাশ হয়ে পড়ে আছে। গুলি এত কাছ থেকে করা হয়েছে যে নাড়িভুঁড়ি বাইরে বেড়িয়ে এসেছে।

"আমিতো রাইতের খাওন রেডি কইরা বইসা আছি, ইমরানতো আর আইলো না। আমার সব শ‌্যাষ কইরা দিয়া গ‌্যালো। আমরা এখন কেমনে, কি নিয়া বাচমু জানি না। স্বাদীন দ‌্যাশে আমার স্বামীর মরণ গুলিতে হইবে ধারণাও আছিল না।" বিলাপ করতে করতে থেমে যায় শান্তা।

বরিশাল জেলার গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কালনা গ্রামের বাসিন্দা ইমরান ১৯ জুলাই শুক্রবার বিকেলে শাহজাদপুর বাজারে গুলিবিদ্ধ হন। সেখান থেকে তাকে উদ্ধার করে নিকটস্থ ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে রোববার (২১ জুলাই) বিকেলে গৌরনদীর গ্রামের বাড়িতে দাফন করা হয়।

গ্রামের ফরিদ খলিফা বলেন, ইমরানের পরিবার খুবই অসহায়। এখন সে মারা যাওয়ায় ছোট্ট বাচ্চাটা কীভাবে বড় হবে সেটা নিয়েই দুশ্চিন্তা। ওর বাবা (নজরুল ইসলাম) বয়স্ক মানুষ। তার পক্ষে এখন আর সংসারের জন্য রোজগার করা সম্ভব না।

নলচিড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধা বলেন, "ইমরান ঢাকাতে গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। তাকে গ্রামের বাড়িতে এনে দাফন দেওয়া হয়েছে। এলাকায় রাজনীতির সাথে জড়িত ছিল না। ঢাকায় কোন রাজনীতি করেছে কিনা জানি না।"

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে ১৪৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে বরিশাল জেলার বিভিন্ন স্থানে ১৪ জনের দাফন হয়েছে বলে তথ‌্য পাওয়া গেছে। এই ১৪ জনের মধ্যে ইমরান খলিফা একজন।

Related Topics

টপ নিউজ

কোটা সংস্কার আন্দোলন / নিহত / বরিশাল / গুলিবিদ্ধ / মর্মান্তিক মৃত্যুর আখ্যান

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • সালমান এফ রহমান (বামে) ও আনিসুল হক।  ছবি: সংগৃহীত
    ট্রাইব্যুনালে নিজেদের কল রেকর্ড শুনে হাসলেন সালমান-আনিসুল
  • মোতালেব শিকদার। ছবি: সংগৃহীত
    এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ
  • নোয়াব সভাপতি এ. কে. আজাদ। ফাইল ছবি: ইউএনবি
    জানুয়ারিতে মহাসমাবেশের ঘোষণা নোয়াব সভাপতির
  • ছবি: টিবিএস
    খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: ‘মাদক’ ও ‘নারীঘটিত’ বিরোধের জেরে হামলার ধারণা পুলিশের
  • ছবি: সংগৃহীত
    লুটের টাকায় টিভি-ফ্রিজ; প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় গ্রেপ্তারকৃতদের বিষয়ে যা জানাল পুলিশ
  • ছবি: সংগৃহীত
    ‘প্রথম আলো–ডেইলি স্টারে হামলায় পুলিশ অ্যাকশনে গেলে গুলি হতো, ২-৪ জন মারা যেতেন’

Related News

  • খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: ‘মাদক’ ও ‘নারীঘটিত’ বিরোধের জেরে হামলার ধারণা পুলিশের
  • এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ
  • বরিশালে টিসিবির স্মার্ট কার্ড বিতরণে বিলম্ব, বিপাকে হাজারো মানুষ
  • নারায়ণগঞ্জে ফেরি থেকে ট্রাকসহ ৫ যান ধলেশ্বরী নদীতে; নিহত ৩
  • অস্ট্রেলিয়ার বন্ডি সমুদ্রসৈকতে এলোপাতাড়ি গুলি, নিহত অন্তত ১৫

Most Read

1
সালমান এফ রহমান (বামে) ও আনিসুল হক।  ছবি: সংগৃহীত
বাংলাদেশ

ট্রাইব্যুনালে নিজেদের কল রেকর্ড শুনে হাসলেন সালমান-আনিসুল

2
মোতালেব শিকদার। ছবি: সংগৃহীত
বাংলাদেশ

এনসিপির খুলনা বিভাগীয় প্রধান গুলিবিদ্ধ

3
নোয়াব সভাপতি এ. কে. আজাদ। ফাইল ছবি: ইউএনবি
বাংলাদেশ

জানুয়ারিতে মহাসমাবেশের ঘোষণা নোয়াব সভাপতির

4
ছবি: টিবিএস
বাংলাদেশ

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ: ‘মাদক’ ও ‘নারীঘটিত’ বিরোধের জেরে হামলার ধারণা পুলিশের

5
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

লুটের টাকায় টিভি-ফ্রিজ; প্রথম আলো-ডেইলি স্টারে হামলায় গ্রেপ্তারকৃতদের বিষয়ে যা জানাল পুলিশ

6
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘প্রথম আলো–ডেইলি স্টারে হামলায় পুলিশ অ্যাকশনে গেলে গুলি হতো, ২-৪ জন মারা যেতেন’

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net