হজে সামাজিক দূরত্বের চিত্র
করোনাভাইরাসের কারণে পবিত্র হজের এক বিরল চিত্র এবার পর্যবেক্ষণ করছে মুসলিমবিশ্বসহ গোটা দুনিয়া। প্রতিবার প্রায় ২০ লাখ ধর্মপ্রাণ মুসলমান হজ করলেও এবার সুযোগ পেয়েছেন মাত্র ১ হাজার জনের মতো।
বুধবার শুরু হওয়া হজে তারা বজায় রাখছেন 'সামাজিক দূরত্ব'।
হজে প্রচুর ভিড় দেখেই অভ্যস্ত সবাই। চিরকাল কাঁধে কাঁধ রেখে পবিত্র কাবা শরিফ ঘিরে চক্কর দিয়েছেন হাজিরা। এবার তারা মুখে মাস্ক পরে, নিরাপদ দূরত্ব রেখে সেটি করছেন।
এবারের হজে সৌদি আরবের বাইরে থেকে কেউ অংশগ্রহণের সুযোগ পাননি। ২০ থেকে ৫০ বছর বয়সী, দেশটির নাগরিক ও সেদেশে বসবাসকারী বিদেশিরাই এবার হজ করছেন।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অ্যাসিস্ট্যান্ট ডেপুটি মিনিস্টার অব প্রিভেন্টেটিভ হেলথ- ড. আবদুল্লাহ আসিরি বুধবার সিএনএনে দেওয়া এক সাক্ষাৎকারে জানান, সকল হাজির স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি তারা গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন এবং সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছেন। ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামসহ এ সংশ্লিষ্ট উপাদান হাজিদের কাছে বিনামূল্যে সরবরাহ করেছে সৌদি সরকার।
গ্র্যান্ড মসজিদেও মুসল্লিদের প্রার্থনার সময় পরস্পর নিরাপদ দূরত্ব চিহ্নিত করে দেওয়া হয়েছে, যেখানে সাধারণত কাতারে কাতার, কাঁধে কাঁধ রেখে নামাজ পড়তেই অভ্যস্ত সবাই।
ড. আসিরি বলেন, 'হজের নিয়ম অনুসারে কোনো কোনো ক্ষেত্রে হাজিদের মধ্যে পরস্পর দূরত্ব তৈরি করতে পারব না; কেননা, তাদের সবাইকে একই সময়ে একই স্থানে থাকতে হবে। তাই সেসব ক্ষেত্রে যতটুকু সম্ভব সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং তাদের প্রত্যেকের জন্য ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) ব্যবহারের ব্যবস্থা আমরা করেছি।'
- সূত্র: সিএনএন
