গাজায় ইসরায়েলি হামলায় ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত: জাতিসংঘ

হামাস-ইসরায়েল চলমান সংঘর্ষে গাজার প্রায় এক মিলিয়ন বা ১০ লাখ মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছেন, যা অবরুদ্ধ ছিটমহলের জনসংখ্যার প্রায় অর্ধেক। জাতিসংঘের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
বৈশ্বিক এ সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, এরমধ্যে প্রায় ৩,৫২,০০০ লোক মধ্য ও দক্ষিণ গাজায় ফিলিস্তিনি উদ্বাস্তুদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ পরিচালিত স্কুলগুলোতে আশ্রয় চাইছে।
জাতিসংঘ বলছে, ইউএনডব্লিউআরএ পরিচালিত স্কুলের অবস্থা 'ক্রমবর্ধমানভাবে ভয়াবহ' হয়ে উঠছে।
এই স্কুলগুলোর মধ্যে একটি মধ্য গাজার আল-মাগাজি শরণার্থী শিবির, যেখানে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত প্রায় ৪,০০০ মানুষ আশ্রয় নিয়েছেন। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকালের দিকে 'ইসরায়েলি বিমান হামলার সময় আঘাতপ্রাপ্ত হয় এই শরণার্থী শিবির'; এতে অন্তত ৬ জন নিহত হন।
গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের অতর্কিত হামলার পর থেকে দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৩,৫০০ মানুষ নিহত হয়েছেন; অন্যদিকে, ইসরায়েলে হামাসের হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে ১,৪০০।