বাংলাদেশে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনে সমর্থন দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র: পিটার হাস

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেছেন, বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সহায়তা দিতে তার দেশ প্রস্তুত আছে।
আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) অ্যাম্বাসেডর টক সিরিজ- এ আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে এ কথা বলেন তিনি।
পিটার হাস বলেন, 'আর কয়েক মাস পরে বাংলাদেশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের লক্ষ্য হচ্ছে, বাংলাদেশের জনগণকে অবাধ, সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা, জনগণ যেন তাদের নেতা নির্বাচন করতে পারেন তা নিশ্চিত করা।
'সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে সচেষ্ট সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব বা এমনকী নোবেলজয়ীদের ওপর পদ্ধতিগত এবং ব্যাপক নিপীড়নে যুক্তরাষ্ট্র নিয়মিত উদ্বেগ প্রকাশ করে। যুক্তরাষ্ট্র এমন একটি (ইন্দো-প্যাসিফিক) অঞ্চলের প্রত্যাশা করে যা হবে: অবাধ, উন্মুক্ত, সংযুক্ত, সমৃদ্ধশীল, নিরাপদ ও অদম্য।
'বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে, অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় অংশীদারত্ব গড়ে তুলতে আমি বদ্ধপরিকর। বিভিন্ন দেশ যখন বাধামুক্তভাবে তাদের পথ ও অংশীদার বেছে নিতে পারে, এবং তাদের নেতা নির্বাচন করতে পারে– এমন পরিবেশেই শান্তিই বিরাজ করে।'- যোগ করেন তিনি।
রাষ্ট্রদূত আরও বলেন, শান্তি হলো প্রতিটি রাষ্ট্রের সার্বভৌমত্বকে সম্মান করা, যাতে তারা নিজস্ব স্বার্থ রক্ষায় সঠিক সিদ্ধান্ত নিতে পারে।
'যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এবিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ, আমরা এমন বিশ্বব্যবস্থার কথা বলি, যেখানে সব রাষ্ট্রের মতামত/সিদ্ধান্তকে সম্মান ও সমর্থন জানানো হয়।'
ব্যক্তিগত গোপনীয়তা ও মর্যাদা রক্ষায় ইন্টারনেট, সাইবার স্পেস-সহ প্রযুক্তির উদীয়মান খাতগুলোতে দুই দেশের অভিন্ন পদক্ষেপও প্রত্যাশা করেন পিটার হাস।