জুনে সামান্য কমে ৯.৭৪ শতাংশে মূল্যস্ফীতি

মূল্যস্ফীতির মাসিক হার গত জুন মাসে সামান্য কমে ৯.৭৪ শতাংশ হয়েছে, আগের মাসের চেয়ে যা কমেছে শূন্য দশমিক ২ শতাংশ।
আজ সোমবার (৩ জুলাই) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত হালনাগাদ তথ্যসূত্রে এমনটা জানা গেছে।
এর আগে মে মাসে ৯.৯৪ শতাংশ রেকর্ড হয় মূল্যস্ফীতি, বিবিএসের হিসাবে যা ছিল এক দশকের মধ্যে সর্বোচ্চ।
সে তুলনায়, জুনে খাদ্য মূল্যস্ফীতির হার ছিল ৯.৭৩ শতাংশ, মে মাসের ৯.২৪ শতাংশের চেয়েও যা বেশি হয়েছে। অন্যদিকে, খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতি পৌঁছায় ৯.৬ শতাংশে, যা আগের মাসের ৯.৯৬ শতাংশের চেয়ে কম হয়েছে।