১৬ মে পর্যন্ত বিমানের নির্ধারিত ফ্লাইট বাতিল

করোনাভাইরাস পরিস্থিতিতে দেশীয় ও আন্তর্জাতিক রুটের পূর্বনির্ধারিত সব ফ্লাইট ১৬ মে পর্যন্ত বাতিল করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ডিজিএম (জনসংযোগ) তাহেরা খন্দকার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে এ তথ্য জানান।
এর আগে, ১১ এপ্রিল করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ৩০ এপ্রিল পর্যন্ত ফ্লাইট বাতিলের সিদ্ধান্ত জানিয়েছিল এয়ারলাইন্সটি।
২১ মে দশটি দেশের সঙ্গে আকাশপথে যোগাযোগ বন্ধ করে দেয় বাংলাদেশ। অন্যদিকে, পররাষ্ট্র মন্ত্রণালয়ও ২৮ মার্চ দশটি দেশে বিমান আসা-যাওয়া বন্ধ রাখার মেয়াদ ১৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত জানায়।
এদিকে, মঙ্গলবার পর্যন্ত দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৯২৯ জন এবং মৃতের সংখ্যা ১৮৩ জনে দাঁড়িয়েছে।