চোটে মাঠের বাইরে তামিম

বাউন্ডারি লাইনের ক্যাচ, নিতে পারলে তা হতো অবিশ্বাস্য রকমের কিছু। তামিম ইকবাল পুরো চেষ্টাই করেছেন, কিন্তু বল নাগালে ছিল না। উল্টো ক্যাচ নিতে গিয়ে চোট পেতে হলো বাংলাদেশ ওপেনারকে। যে চোটে তাকে মাঠই ছাড়তে হলো।
আয়ারল্যান্ডের বিপক্ষে মিরপুর টেস্টের ৫৯তম ওভারের ঘটনা এটা। বাংলাদেশের স্পিনার তাইজুল ইসলামের বলে ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে মাড়েন আয়ারল্যান্ডের অ্যান্ডি ম্যাকব্রাইন। বাউন্ডারি লাইনে থাকা তামিম কিছুটা এগিয়ে থাকায় তাকে বাউন্ডারি রোপের দিকে ফিরতে হয়।
ফেরার সময় কেবল বলের দিকেই নজর ছিলো তামিমের। ডাইভ দিলে বাউন্ডারির বাইরে চলে যাবেন, সেটা খেয়ালই করেননি তিনি। ঝাঁপিয়ে মাঠের বাইরে চলে যাওয়ার পরও ক্যাচটি নেওয়ার চেষ্টা করেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ক্যাচটি নিতে পারেননি, উল্টো পেয়েছেন চোট।
পড়ে যাওয়ার পর তামিমের অঙ্গভঙ্গিই বলে দিচ্ছিলো চোট পেয়েছেন তিনি। ডাইভ দিয়ে বাউন্ডারির বাইরে পড়া তামিম উঠে দাঁড়ালেও বাঁম হাত ধরে উপুর হয়ে থাকেন। সঙ্গে সঙ্গেই হাজির হন ফিজিও। তার সঙ্গে বাঁম হাত ধরে মাঠ ছাড়েন তামিম।
৭৮ ওভারে অবশ্য মাঠে ফেরেন তামিম, এই ওভারেই ইনিংস শেষ হয় আয়ারল্যান্ডের। এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংস উদ্বোধন করতে নামেন তামিম। প্রথম ইনিংসের ৭৭.২ ওভারে ২১৪ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড।