বিশ্বময় প্রাণ হারালো এক লাখ ৬৫ হাজার মানুষ

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয় করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্যসূত্র অনুসারে আজ সোমবার সকাল নাগাদ পৃথিবীজুড়ে এক লাখ ৬৫ হাজার জনের প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-১৯। আর আক্রান্ত হয়েছেন ২৪ লাখ তিন হাজার ৯৬৩ জন।
মৃত আর আক্রান্ত উভয় সংখ্যার দিক থেকেই শীর্ষে যুক্তরাষ্ট্র।
পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী ৭ লাখ ৫৯ হাজার ৪৬৭ জনের দেহে সংক্রমণ শনাক্ত করা গেছে। আর মারা গেছেন ৪০ হাজার ৬৭৭ জন। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে সংক্রমণের মার্কিন কেন্দ্রস্থল নিউইয়র্ক রাজ্যে। সেখানে মৃতের সংখ্যা সমগ্র যুক্তরাষ্ট্রের অর্ধেক।
অবশ্য হাসপাতালে রোগীভর্তি হওয়া এবং মৃত্যুহার কমে আসার প্রেক্ষিতে রাজ্য গভর্নর অ্যান্ড্রু কোমো ভাইরাস সংক্রমণহারও পড়তির দিকে বলে জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যে ইরানকে ছাড়িয়ে সবচেয়ে বেশি মানুষ ভাইরাস আক্রান্ত এখন তুরস্কে। আজ সোমবার নাগাদ এই সংখ্যা উন্নীত হয়েছে ৮৬ হাজার ৩০৬ জনে, যা চীনের চাইতেও বেশি।
এর আগে প্রথম গত ১০ মার্চ তুরস্কে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। আক্রান্তের সংখ্যার দিক থেকে তুরস্ক এখন বিশ্বের মাঝে সপ্তম অবস্থানে।
বিগত ২৪ ঘণ্টায় ১২৭ জনের প্রাণহানি নিশ্চিত করেছেন তুর্কি স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা। এর ফলে দেশটির মোট মৃতের সংখ্যা দুই হাজার ১৭ জনে পৌছাল।