বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন নোরা ফাতেহিসহ একঝাঁক তারকা

ফাইনালে ফ্রান্স বনাম আর্জেন্টিনা ম্যাচের মধ্য দিয়ে ২০২২ ফুটবল বিশ্বকাপের পর্দা নামছে। আর শ্বাসরুদ্ধকর এ ফাইনালের আগে রোমাঞ্চকর এক সমাপ্তি অনুষ্ঠানের আয়োজন করবে আয়োজক দেশ কাতার। অনুষ্ঠানে বিশ্বের বিনোদন জগতের একাধিক তারকাকে দেখা যাবে, যার মধ্যে বলিউড তারকা নোরা ফাতেহি অন্যতম।
বিশ্বকাপের আর্জেন্টিনা বনাম ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচটি বাংলাদেশ সময় আজ (রবিবার) রাত ৯টায় অনুষ্ঠিত হবে। ঠিক এর আগেই রাত ৭টা ৩০ মিনিটে লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সমাপ্তি অনুষ্ঠান।
মাত্র ১৫ মিনিটের এ সমাপনী অনুষ্ঠানে মোট তিনটি গান গাওয়া হবে। সেখানে মার্কিন গায়ক ডেভিডো ও আয়েশা বিশ্বকাপের থিম সং 'হায়া হায়া' গাইবেন। আর এই 'হায়া হায়া' গানেই বালকিস, রহমা রিয়াদ ও মানালের সঙ্গে মঞ্চে নাচবেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি।
তবে থিম সং 'হায়া হায়া' ছাড়াও আরও দুটি গান সমাপ্তি অনুষ্ঠানে গাওয়া হবে। অনুষ্ঠানের প্রথমে 'আ নাইট টু রিমেম্বার' নামে একটি গানের সংকলন চলবে। এ গানটিতে কাতার বিশ্বকাপের স্মরণীয় মুহূর্তগুলোর ভিডিও স্ক্রিনে দেখানো হবে।
আর অনুষ্ঠানের শেষদিকে বিশ্বকাপের আরও একটি গান 'আর্বো' গাইবেন শিল্পী ওজুনা এবং গিমস। আর 'আ নাইট টু রিমেম্বার' ও 'আর্বো' গানের মাঝেই গাওয়া হবে 'হায়া হায়া' এবং এই গানে সহযোগী শিল্পীদের সাথে মঞ্চ মাতাবেন নোরা।
২০২২ বিশ্বকাপ শুরুর আগে নানা ইস্যুতে বহু সমালোচনার মুখোমুখি হতে হলেও সেইসব সমালোচনাকে পেছনে ফেলে অনেকটা সফলভাবেই বিশ্বকাপের আয়োজন শেষ করতে যাচ্ছে কাতার।
বিশ্বকাপের সার্বিক ব্যবস্থাপনা ও রোমাঞ্চকর সব ম্যাচের কারণে খোদ ফিফা প্রেসিডেন্ট কাতার বিশ্বকাপকে সবচেয়ে সেরা বিশ্বকাপ বলছেন। আর এই সেরার তকমা ধরে রাখতে কাতারের প্রয়োজন ফাইনালের দিনটিকে সুন্দরভাবে উদযাপন যাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এ সমাপ্তি অনুষ্ঠান।
যদিও ভিন্নধর্মী এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করায় আসরের শুরুতে প্রশংসা কুড়িয়েছিল কাতার। গত ২০ নভেম্বর কাতার বনাম ইকুয়েডরের মধ্যকার প্রথম ম্যাচের আগে রাত পৌনে ৯টায় আল বাইত স্টেডিয়ামে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজিত হয়েছিল।
অনুষ্ঠানে হলিউডের খ্যাতিমান অভিনেতা মরগ্যান ফ্রিম্যান ও কাতারের ঘানিম আল মুফতাহের বক্তব্যে বিশ্ব ঐক্য ও সাম্যের কথা ফুটে। একইসাথে বিটিএসের জং কুক ও কাতারের খ্যাতিমান গায়ক ফাহাদ আর কুবাইসি একযোগে পরিবেশন করেন বিশ্বকাপের থিম সং 'ড্রিমার্স'।