তুরস্কে দরিদ্রদের জন্য রাস্তায় খাবারের প্যাকেট

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। প্রায় প্রতিটি দেশে চলছে লকডাউন। কিন্তু এতে চরম সংকটে পড়েছেন নুন আনতে পান্তা ফুরোয় এমন মানুষগুলো।
আর এমন পরিস্থিতিতে মানবতার এক সুন্দর রূপ দেখা গেল তুরস্কে। সেখানে এই করোনার পরিস্থিতির আবহে দরিদ্রদের দিনযাপনের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস দিল তুরস্কের নাগরিকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন ভিডিও মন কেড়ে নিয়েছে নেটিজেনদের।
নিজেদের টাকা পয়সা খরচ করে দরিদ্রদের জন্য নিত্য প্রয়োজনীয় জিনিস ও খাবার তারা রাস্তায় রেখে দিয়ে যাচ্ছে। যাতে সুবিধা মত তাদের প্রয়োজনীয় জিনিস সেখান থেকেই দরিদ্ররা তুলে নেন।
পশ্চিমা দুনিয়াতেও করোনা মোকাবিলায় চলছে লক ডাউন। সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে মানুষে হিমশিম খাচ্ছে। সামন্য টয়লেট পেপার কেনার জন্য পড়ছে বিশাল লাইন। আর সেখানেই নজির গড়েছে তুরস্ক। রাস্তার মধ্যে খাবারের প্যাকেট রেখে দিয়ে চলছে দুস্থদের সাহায্য চলছে।