ত্বকের ক্যানসার প্রতিরোধে সাফল্য, রোগীদের মৃত্যুঝুঁকি কমাতে সহায়তা করছে মডার্না-মার্কের টিকা
ত্বকের সবচেয়ে মারাত্মক ক্যানসার 'মেলানোমা' চিকিৎসায় বড় ধরনের সাফল্যের কথা জানিয়েছে ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান মডার্না ও মার্ক। প্রতিষ্ঠান দুটি জানিয়েছে, তাদের তৈরি পরীক্ষামূলক ব্যক্তিগত ক্যানসার টিকা ব্যবহারের ফলে রোগীদের মৃত্যুঝুঁকি বা রোগটি ফিরে আসার শঙ্কা প্রায় অর্ধেক কমে গেছে।
মঙ্গলবার এক বিবৃতিতে মডার্না জানায়, পাঁচ বছর মেয়াদী এক গবেষণায় দেখা গেছে, এই টিকা ও মার্কের তৈরি ক্যানসার নিরাময়কারী ওষুধ 'কিট্রুডা'র সম্মিলিত প্রয়োগে মৃত্যু বা ক্যানসার ফিরে আসার ঝুঁকি ৪৯ শতাংশ কমেছে। এর আগে ২০২৩ সালে তিন বছর মেয়াদী গবেষণাতেও প্রায় একই ধরনের ইতিবাচক ফলাফল পাওয়া গিয়েছিল।
মডার্না মূলত তাদের এমআরএনএ প্রযুক্তির মাধ্যমে দীর্ঘমেয়াদী চিকিৎসা ব্যবস্থা গড়ে তুলতে চাইছে, যাতে করোনার টিকার চাহিদা কমে যাওয়ার পর প্রতিষ্ঠানের আয়ের যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণ করা যায়।
মর্নিংস্টার-এর বিশ্লেষক কারেন অ্যান্ডারসন বলেন, 'মডার্না যদি পরবর্তী ধাপের (ফেজ-৩) ট্রায়ালেও এই ৪৯ শতাংশ ঝুঁকি কমানোর ধারা বজায় রাখতে পারে, তবে এটি কেবল ত্বকের ক্যানসার নয়, বরং কিডনি ও ফুসফুসের ক্যানসার চিকিৎসার ক্ষেত্রেও নতুন দিগন্ত উন্মোচন করবে।'
'ইনটিসমেরান অটোজিন' নামের এই টিকাটি মূলত প্রতিটি রোগীর টিউমারের জেনেটিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে আলাদাভাবে তৈরি করা হয়। এটি শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে ক্যানসার কোষগুলো চিনতে এবং সেগুলোকে আক্রমণ করতে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়।
বাজার বিশ্লেষকদের মতে, সফলভাবে বাজারে এলে এই টিকার দাম হতে পারে প্রায় ২ লাখ ডলার। মার্কিন ক্যানসার সোসাইটির তথ্য অনুযায়ী, ২০২৬ সাল নাগাদ কেবল যুক্তরাষ্ট্রে ১ লাখ ১২ হাজারের বেশি মানুষ মেলানোমায় আক্রান্ত হতে পারেন।
শেয়ার বাজারের সামগ্রিক পরিস্থিতি দুর্বল থাকা সত্ত্বেও মডার্নার শেয়ারের দাম ২ শতাংশ বেড়েছে। বর্তমানে এই টিকার শেষ ধাপের পরীক্ষা চলছে, যার ফলাফল চলতি বছরের শেষের দিকে পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।
