Skip to main content
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
The Business Standard বাংলা

Saturday
December 13, 2025

Sign In
Subscribe
  • মূলপাতা
  • অর্থনীতি
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলা
  • বিনোদন
  • ফিচার
  • ইজেল
  • মতামত
  • অফবিট
  • সারাদেশ
  • কর্পোরেট
  • চাকরি
  • প্রবাস
  • English
SATURDAY, DECEMBER 13, 2025
বিহার নির্বাচন: ভারতের সবচেয়ে তরুণ রাজ্যে ‘জেন-জি’ প্রজন্মের ক্ষোভ কি সামলাতে পারবেন মোদি?

আন্তর্জাতিক

আল জাজিরা
14 November, 2025, 01:05 pm
Last modified: 14 November, 2025, 01:07 pm

Related News

  • নিষেধাজ্ঞার মধ্যেও যেভাবে রুশ তেল কেনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ভারত
  • “সেরা প্রস্তাব”: ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধির মন্তব্য
  • শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে রাজি না হলে কিছুই করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • লাভজনক হলে ভারত রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে: ক্রেমলিন
  • সংসার সামলানোর স্বীকৃতি, নাকি ভোটের সমীকরণ? ভারতে নারীদের অর্থ সহায়তার নেপথ্যে

বিহার নির্বাচন: ভারতের সবচেয়ে তরুণ রাজ্যে ‘জেন-জি’ প্রজন্মের ক্ষোভ কি সামলাতে পারবেন মোদি?

চাকরির অভাব, দুর্নীতি আর ভবিষ্যতের অনিশ্চয়তা তরুণদের মধ্যে যে ক্ষোভের জন্ম দিয়েছে, তা বারবার প্রকাশ পেয়েছে রাজপথে। সরকারি হিসাব মতেই, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে বিহারে প্রায় ৪০০টি বিক্ষোভ হয়েছে।
আল জাজিরা
14 November, 2025, 01:05 pm
Last modified: 14 November, 2025, 01:07 pm
পাটনায় ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষার স্বাভাবিকীকরণের দাবিতে বিক্ষোভকারীদের ওপর লাঠিচার্জ করছে পুলিশ কর্মকর্তা। ছবি: হিন্দুস্তান টাইমস

মোবাইল ফোনে সামাজিক যোগাযোগমাধ্যম ঘাঁটতে গিয়ে হঠাৎ ২০ বছর বয়সী অজয় কুমারের চোখে পড়ে সরকারি চাকরির পরীক্ষায় অনিয়ম হওয়ার একটি খবর। যে পরীক্ষায় তিনিও অংশ নিয়েছিলেন, তার প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। 

দলিত সম্প্রদায়ের তরুণ অজয়ের ভবিষ্যৎ স্বপ্ন বোনা ছিল এই একটি চাকরিকে ঘিরেই। কিন্তু গত বছরের ডিসেম্বরে প্রশ্নফাঁসের খবর সেই স্বপ্নে একরকম কুঠারাঘাত করে।

এর কিছুদিন পরই তিনি একটি ভিডিও দেখেন, যেখানে তার বয়সী ক্ষুব্ধ তরুণেরা রাজধানী পাটনায় বিক্ষোভ করছেন। মুজাফফরপুর জেলা থেকে ৭৫ কিলোমিটার দূরের সেই বিক্ষোভে যোগ দিতে এক মুহূর্ত ভাবেননি অজয়। রাতের বাস ধরে পাটনায় পৌঁছে পরের দিন সকালেই তিনি যোগ দেন হাজারো শিক্ষার্থীর সেই প্রতিবাদে।

পরবর্তী ১০০ দিন হাড় কাঁপানো শীতের মধ্যে খোলা আকাশের নিচে শত শত শিক্ষার্থীর সঙ্গে প্রতিবাদ চালিয়ে গেছেন অজয়। তাদের দাবি ছিল একটাই; পুনরায় পরীক্ষা নিতে হবে। 

কিন্তু এ বছরের এপ্রিলে ভারতের সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করে দিলে তাদের সব আশা ধূলিসাৎ হয়ে যায়।

সেই ক্ষোভ আর হতাশা কয়েক মাস ধরে পুষে রেখেছিলেন অজয়। অবশেষে গেল ৬ নভেম্বর, বিহারের বিধানসভা নির্বাচনের প্রথম ধাপে ভোট দেওয়ার সময় ইলেকট্রনিক ভোটিং মেশিনের বোতামটি তিনি চেপে ধরেন শক্ত করে। তার আশা, এই একটি ভোটই তার মতো লাখো তরুণের বঞ্চনার 'প্রতিশোধ' নেবে।

ভারতের পাটনায় একটি ভোটকেন্দ্রে বিহার রাজ্য নির্বাচনের জন্য ভোট দিতে লাইনে দাঁড়িয়ে আছেন ভোটাররা। ছবি: এপি

ভারতের সবচেয়ে তরুণ রাজ্যের ক্ষোভ

জেন-জি প্রজন্মের তরুণদের তুমুল বিক্ষোভের মুখে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে সরকার উৎখাত হয়েছে। এ ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারত ব্যতিক্রম। ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের ক্ষমতায় আছে দেশটির হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে বিহারেও গত দুই দশকে বেশির ভাগ সময় বিজেপি ও তার অংশীদারদের জোট সরকার ক্ষমতায় রয়েছে।

ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় বিহারের জনসংখ্যা সবচেয়ে তরুণ। সরকারি তথ্য অনুযায়ী, রাজ্যটির মোট জনসংখ্যার প্রায় ৪০ শতাংশের বয়স ১৮ বছরের নিচে এবং ২৩ শতাংশের বয়স ১৮ থেকে ২৯ বছরের মধ্যে। 

কিন্তু তারুণ্যের এই প্রাচুর্যের সঙ্গে মিশে আছে চরম দারিদ্র্য। বিশ্বব্যাংকের তথ্য বলছে, বিহারের প্রতি তিনটি পরিবারের মধ্যে একটি চরম দারিদ্র্যের মধ্যে বাস করে, যা রাজ্যটিকে ভারতের দরিদ্রতম রাজ্যের তকমা দিয়েছে।

পুষ্টি, শিশু মৃত্যুহার, শিক্ষা, মাতৃত্বকালীন স্বাস্থ্যসেবাসহ ভারতের বহুমাত্রিক মানব উন্নয়ন সূচকের বেশির ভাগ ক্ষেত্রেই সারা দেশের মধ্যে বিহারের অবস্থান তলানিতে।

চাকরির অভাব, দুর্নীতি আর ভবিষ্যতের অনিশ্চয়তা তরুণদের মধ্যে যে ক্ষোভের জন্ম দিয়েছে, তা বারবার প্রকাশ পেয়েছে রাজপথে। সরকারি হিসাব মতেই, ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে বিহারে প্রায় ৪০০টি বিক্ষোভ হয়েছে, যা সারা দেশের মধ্যে সর্বোচ্চ। অজয়ের মতো অনেকেই এখন সেই ক্ষোভকে ভোটের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনে রূপ দিতে চাইছেন।

গত ৬ এবং ১১ নভেম্বর—এই দুই ধাপে অনুষ্ঠিত নির্বাচনে বিহারের ৭ কোটির বেশি ভোটার তাদের রায় দিয়েছেন। ফলাফল ঘোষণা করা হবে আজ ১৪ নভেম্বর। 

ভোট গণনার প্রাথমিক আভাসে এনডিএ জোট অনেকটাই এগিয়ে আছে। বেশ পিছিয়ে বিরোধী মহাজোট।

বিহার বিধানসভার মোট আসন ২৪৩টি। সংখ্যাগরিষ্ঠতার জন্য দরকার ১২২ আসন। ভোট গণনার প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এনডিএ জোট এগিয়ে থাকা আসনসংখ্যার দিক দিয়ে সংখ্যাগরিষ্ঠতার সীমা পেরিয়ে গেছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই নির্বাচনের ফলাফলই বলে দেবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের বিশাল তরুণ জনগোষ্ঠীর ওপর তার প্রভাব ধরে রাখতে পেরেছেন কি না। অন্যদিকে, বিহারভিত্তিক রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) তরুণ নেতা তেজস্বী যাদব এবং কংগ্রেসের রাহুল গান্ধীর জোট কি তরুণদের এই হতাশা কাজে লাগাতে পারবে, সেই উত্তরও মিলবে এই ফলাফলে।

প্রতিশ্রুতিভঙ্গের বেদনা

অজয়ের মতোই দলিত সম্প্রদায়ের তরুণী কোমল। তার পরিবার চলে মায়ের ৯ হাজার রুপি বেতনে, যিনি একজন অঙ্গনওয়াড়ী কর্মী। ২০২১ সালে বিহার সরকার প্রতিশ্রুতি দিয়েছিল, রাজ্যের কোনো মেয়ে স্নাতক ডিগ্রি অর্জন করলে তাকে ৫০ হাজার রুপি নগদ অনুদান দেওয়া হবে। সেই আশাতেই বুক বেঁধেছিলেন কোমল।

২০২৩ সালে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক সম্পন্ন করার পর দুই বছর কেটে গেলেও সেই টাকা এখনো পাননি তিনি। তার স্বপ্ন ছিল শিক্ষক হওয়ার, যার জন্য প্রয়োজন দুই বছরের বি.এড ডিগ্রি। কিন্তু প্রায় ৭৫ হাজার রুপির এই কোর্সে ভর্তি হওয়ার মতো সঞ্চয় তার নেই। 

তিনি বলেন, 'আমি এতগুলো টাকা খরচ করে পড়াশোনা করেছি শুধু সরকারের ওই প্রতিশ্রুতির ওপর ভরসা করে। তারা যদি সময়মতো টাকাটা দিত, আমার দুটো বছর এভাবে নষ্ট হতো না।'

জিতনি দেবী, যার নাম রাজ্যের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। ছবি: রয়টার্স

পাটনার একটি জনপ্রিয় কোচিং সেন্টারের মালিক রমাংশু মিশ্র বলেন, 'এখানকার শিক্ষার্থীরা সব সময়ই ক্ষুব্ধ। পড়াশোনার সময় তারা দুর্বল শিক্ষাব্যবস্থা নিয়ে হতাশ থাকে, আর পড়াশোনা শেষে চাকরির অভাব নিয়ে ক্ষুব্ধ হয়।' 

সরকারি তথ্য অনুযায়ী, বিহারের শহরাঞ্চলে ১৫-২৯ বছর বয়সীদের মধ্যে বেকারত্বের হার ২২ শতাংশ, যা দেশটির জাতীয় গড়ের (১৪ দশমিক ৭ শতাংশ) চেয়ে অনেক বেশি।

মোদি বনাম তরুণ নেতৃত্ব

বিহারের এই নির্বাচন মোদির বিজেপি এবং বিরোধী 'ইন্ডিয়া' জোট—উভয়ের জন্যই এক বড় পরীক্ষা। বিরোধী জোট ৩৬ বছর বয়সী তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তুলে ধরেছে, অন্যদিকে ক্ষমতাসীনরা ভরসা রাখছে ৭৫ বছর বয়সী মোদি এবং ৭৪ বছর বয়সী বর্তমান মুখ্যমন্ত্রী নিতীশ কুমারের ওপর।

সাংবাদিক ও লেখক নীলাঞ্জন মুখোপাধ্যায়ের মতে, 'এই ফলাফলই দেখিয়ে দেবে, ভারতের সবচেয়ে তরুণ রাজ্যটি কি তরুণ নেতৃত্বকে বেছে নেবে, নাকি অভিজ্ঞদের ওপরই আস্থা রাখবে।'

দুই পক্ষই তরুণদের মন জয়ে মরিয়া। নরেন্দ্র মোদি এক নির্বাচনী প্রচারে বলেন, তার সরকারের নীতির কারণেই এখন বিহারের তরুণেরা সামাজিক মাধ্যমে 'রিলস' বানিয়ে আয় করতে পারছে। অন্যদিকে, বিরোধী জোট প্রতিশ্রুতি দিয়েছে, ক্ষমতায় এলে ২০ দিনের মধ্যে প্রতিটি পরিবারকে একটি করে সরকারি চাকরি দেওয়া হবে।

এই প্রতিশ্রুতির ডামাডোলে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ভোটারদের সতর্ক করে দিয়ে নির্বাচনে কারচুপির অভিযোগও তুলেছেন। 

বিরোধীদের অভিযোগ, ক্ষমতাসীন বিজেপি বিতর্কিত ভোটার তালিকা সংশোধনের মাধ্যমে মুসলিম অধ্যুষিত জেলাগুলো থেকে প্রায় ৩০ লাখ ভোটারের নাম বাদ দিয়েছে, যারা সাধারণত বিজেপির বিরুদ্ধে ভোট দেয়।

Related Topics

টপ নিউজ

বিহার নির্বাচন / ভারত / মোদি / এনডিএ / বিজেপি

Comments

While most comments will be posted if they are on-topic and not abusive, moderation decisions are subjective. Published comments are readers’ own views and The Business Standard does not endorse any of the readers’ comments.

MOST VIEWED

  • ছবি: সংগৃহীত
    মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার হওয়া কামাল ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
  • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
    ‘অপচয়মূলক’ ক্যালিব্রি বাদ দিয়ে কূটনীতিকদের টাইমস নিউ রোমান ফন্টে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন রুবিও
  • রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি: সংগৃহীত
    ‘অপমানবোধ’ করছেন, ভোটের পরে সরে যেতে চান রাষ্ট্রপতি: রয়টার্স 
  • ছবি: ভিডিও থেকে নেওয়া
    ডাকসু নেতার ধাওয়া: দৌড়ে পালালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আ ক ম জামাল
  • ছবি: আনস্প্ল্যাশ
    বিশ্বের দীর্ঘতম ফ্লাইট চালু, আকাশে উড়বে টানা ২৯ ঘণ্টা
  • ছবি: টিবিএস
    মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গলার পোড়া দাগের সূত্র ধরে যেভাবে ধরা পড়লেন আয়েশা

Related News

  • নিষেধাজ্ঞার মধ্যেও যেভাবে রুশ তেল কেনা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে ভারত
  • “সেরা প্রস্তাব”: ভারতের সঙ্গে বাণিজ্য আলোচনা নিয়ে মার্কিন বাণিজ্য প্রতিনিধির মন্তব্য
  • শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাতে রাজি না হলে কিছুই করার নেই: পররাষ্ট্র উপদেষ্টা
  • লাভজনক হলে ভারত রাশিয়ার তেল কেনা অব্যাহত রাখবে: ক্রেমলিন
  • সংসার সামলানোর স্বীকৃতি, নাকি ভোটের সমীকরণ? ভারতে নারীদের অর্থ সহায়তার নেপথ্যে

Most Read

1
ছবি: সংগৃহীত
বাংলাদেশ

মুক্তিযোদ্ধা চাচাকে বাবা বানিয়ে বিসিএস ক্যাডার হওয়া কামাল ও তার পরিবারের দেশত্যাগে নিষেধাজ্ঞা

2
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ছবি: রয়টার্স
আন্তর্জাতিক

‘অপচয়মূলক’ ক্যালিব্রি বাদ দিয়ে কূটনীতিকদের টাইমস নিউ রোমান ফন্টে ফিরে যাওয়ার নির্দেশ দিলেন রুবিও

3
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। ফাইল ছবি: সংগৃহীত
বাংলাদেশ

‘অপমানবোধ’ করছেন, ভোটের পরে সরে যেতে চান রাষ্ট্রপতি: রয়টার্স 

4
ছবি: ভিডিও থেকে নেওয়া
বাংলাদেশ

ডাকসু নেতার ধাওয়া: দৌড়ে পালালেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক আ ক ম জামাল

5
ছবি: আনস্প্ল্যাশ
আন্তর্জাতিক

বিশ্বের দীর্ঘতম ফ্লাইট চালু, আকাশে উড়বে টানা ২৯ ঘণ্টা

6
ছবি: টিবিএস
বাংলাদেশ

মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা: গলার পোড়া দাগের সূত্র ধরে যেভাবে ধরা পড়লেন আয়েশা

EMAIL US
contact@tbsnews.net
FOLLOW US
WHATSAPP
+880 1847416158
The Business Standard
  • About Us
  • Contact us
  • Sitemap
  • Privacy Policy
  • Comment Policy
Copyright © 2025
The Business Standard All rights reserved
Technical Partner: RSI Lab

Contact Us

The Business Standard

Main Office -4/A, Eskaton Garden, Dhaka- 1000

Phone: +8801847 416158 - 59

Send Opinion articles to - oped.tbs@gmail.com

For advertisement- sales@tbsnews.net