শুল্কবিরোধী বিজ্ঞাপন প্রচার নিয়ে ক্ষুব্ধ ট্রাম্প, কানাডার ওপর বসালেন অতিরিক্ত ১০% শুল্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার কানাডার ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক বাড়ানোর ঘোষণা দিয়েছেন। ওয়ার্ল্ড সিরিজ চলাকালে কানাডার অন্টারিও প্রদেশের একটি বিজ্ঞাপন প্রচারের ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি এই সিদ্ধান্ত নেন।
বৃহস্পতিবার ট্রাম্প ওই বিজ্ঞাপনকে 'ভুয়া ও বিভ্রান্তিকর' বলে বর্ণনা করে কানাডার সঙ্গে চলমান বাণিজ্য আলোচনা স্থগিত করেছিলেন। শনিবার ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে বিজ্ঞাপনটির প্রসঙ্গ টেনে বলেন, 'ওই বিজ্ঞাপন সঙ্গে সঙ্গে বন্ধ হওয়ার কথা ছিল, কিন্তু তারা সেটি ওয়ার্ল্ড সিরিজে চালিয়েছে, জেনেশুনে যে এটি প্রতারণামূলক।'
তিনি আরও লেখেন, 'তাদের মিথ্যা উপস্থাপন ও শত্রুতাপূর্ণ আচরণের কারণে, এখন কানাডার ওপর আগের শুল্কের অতিরিক্ত ১০ শতাংশ বাড়ানো হচ্ছে।'
বিজ্ঞাপনটি ওন্টারিও সরকারের উদ্যোগে তৈরি, যেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের একটি ভিডিও ব্যবহার করা হয়। ভিডিওতে রিগানকে বলতে শোনা যায়, 'শুল্ক বাণিজ্য যুদ্ধ ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে আনে।' তবে ভিডিওটি তার বক্তব্যের ভিন্ন অংশ কেটে জোড়া দিয়ে বানানো হয়েছে। আসলে ওই ভাষণে রিগান জাপানের বিরুদ্ধে শুল্ক আরোপকে 'অপ্রত্যাশিত হলেও প্রয়োজনীয় ব্যতিক্রম' হিসেবে ব্যাখ্যা করেছিলেন।
ওন্টারিও প্রিমিয়ার ডগ ফোর্ড শুক্রবার জানান, কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনির সঙ্গে আলোচনা শেষে সোমবার থেকে বিজ্ঞাপনটি স্থগিত করা হবে, যাতে বাণিজ্য আলোচনা পুনরায় শুরু করা যায়।
তবে ট্রাম্প শনিবার যখন এ ঘোষণা দেন, তখন তিনি এয়ার ফোর্স ওয়ানে করে মালয়েশিয়ার পথে ছিলেন। মালয়েশিয়া সফরেই তিনি আসিয়ান সম্মেলনে যোগ দেবেন, যেখানে বাণিজ্যই হবে প্রধান আলোচ্য।
এ বিষয়ে মার্কিন বাণিজ্য বিভাগ, হোয়াইট হাউস কিংবা কানাডার প্রধানমন্ত্রী কারনির কার্যালয় থেকে এখনো কোনো মন্তব্য আসেনি।
ট্রাম্পের ঘোষিত নতুন শুল্ক কোন কোন পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে, তা স্পষ্ট নয়। কারণ যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা চুক্তি (ইউএসএমসিএ) অনুযায়ী কানাডার অধিকাংশ রপ্তানি পণ্য বর্তমানে শুল্কমুক্ত।
এর আগে গত আগস্টে ট্রাম্প প্রশাসন ইউএসএমসিএ-র আওতার বাইরে থাকা কানাডার পণ্যে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল। এর সঙ্গে এ বছর সব দেশের ইস্পাত ও অ্যালুমিনিয়ামের ওপর ৫০ শতাংশ হারে আরোপিত শুল্ক কানাডার অর্থনীতিতে আরও চাপ সৃষ্টি করেছে।
শুক্রবার প্রধানমন্ত্রী কারনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় কানাডা সব সময় প্রস্তুত। তবে ট্রাম্প সাংবাদিকদের বলেন, আসিয়ান সম্মেলনে তিনি কানাডার নেতার সঙ্গে বৈঠকের পরিকল্পনা করেননি।
হোয়াইট হাউসের উপদেষ্টা কেভিন হাসেট জানিয়েছেন, কানাডার প্রতি ট্রাম্প এখন বেশ বিরক্ত, কারণ সাম্প্রতিক আলোচনাগুলো খুব একটা অগ্রগতি আনতে পারেনি।
ওন্টারিও সরকারের বিজ্ঞাপনটি যুক্তরাষ্ট্রে প্রচারের মাধ্যমে মূলত শুল্কনীতির বিরোধিতা তুলে ধরতে চেয়েছিল। কিন্তু তা বরং দুই দেশের বাণিজ্য সম্পর্কে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
