ভেনেজুয়েলার সঙ্গে উত্তেজনার মধ্যেই পদ ছাড়ার ঘোষণা লাতিন আমেরিকার মার্কিন সামরিকপ্রধানের

লাতিন আমেরিকায় দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল অ্যালভিন হোলসি এই বছরের শেষে নির্ধারিত সময়ের দুই বছর আগেই পদ থেকে সরে দাঁড়াবেন। বৃহস্পতিবার এক ঘোষণায় মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এ তথ্য জানান। ভেনেজুয়েলাকে ঘিরে ক্রমবর্ধমান উত্তেজনার সময় এই পদত্যাগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
রয়টার্সের এক সূত্র জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান ও তার দিকনির্দেশনা নিয়ে হোলসি ও হেগসেথের মধ্যে টানাপড়েন চলছিল। ঘোষণার আগের কয়েকদিন ধরে হোলসিকে বরখাস্ত করা হতে পারে—এমন গুঞ্জনও ছিল।
মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সিনেটর জ্যাক রিড হোলসির এই আকস্মিক পদত্যাগকে 'উদ্বেগজনক' বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, 'অ্যাডমিরাল হোলসির পদত্যাগ আমার আশঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে—এই প্রশাসন যেন আগের যুদ্ধগুলোর কঠিন শিক্ষা ও অভিজ্ঞ সেনাদের পরামর্শ উপেক্ষা করছে।'
হেগসেথ সামাজিক যোগাযোগমাধ্যমে হোলসির পদত্যাগের কারণ উল্লেখ করেননি। হোলসি যুক্তরাষ্ট্রের দুইজন কৃষ্ণাঙ্গ চার-তারকা জেনারেলের একজন ছিলেন এবং একটি যুদ্ধ পরিচালনা কমান্ডের নেতৃত্ব দিচ্ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ হোলসি জানান, তিনি ১২ ডিসেম্বর অবসরে যাচ্ছেন। তিনি লেখেন, '৩৭ বছরের বেশি সময় ধরে জাতি, জনগণ ও সংবিধান রক্ষায় সেবা দেওয়া আমার জন্য এক গৌরবের বিষয়।'
হোলসির এই পদত্যাগের পেছনে রয়েছে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বৃদ্ধি। বর্তমানে সেখানে অবস্থান করছে গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার, এফ-৩৫ যুদ্ধবিমান, একটি পারমাণবিক সাবমেরিন ও প্রায় ৬,৫০০ সেনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলা সরকারের সঙ্গে মুখোমুখি অবস্থান আরও বাড়াচ্ছেন।
ভেনেজুয়েলার উপকূলে সন্দেহভাজন মাদকবাহী নৌকায় যুক্তরাষ্ট্রের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছে। আইন বিশেষজ্ঞ ও ডেমোক্র্যাট আইনপ্রণেতারা এই হামলাকে 'যুদ্ধের আইন' লঙ্ঘন বলে প্রশ্ন তুলেছেন। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা থেকে পরিচালিত 'নার্কোটেররিস্ট' গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত, তাই এসব অভিযান বৈধ।
বুধবার ট্রাম্প জানান, তিনি ভেনেজুয়েলার ভেতরে সিআইএকে গোপন অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন। এতে কারাকাসে জল্পনা বেড়েছে—ওয়াশিংটন হয়তো প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সরানোর চেষ্টা করছে।
আরও পড়ুন: মাদুরোর ওপর চাপ বাড়াতে ভেনেজুয়েলায় সিআইএ-এর অভিযানের অনুমোদন দিলেন ট্রাম্প
হেগসেথ দায়িত্ব নেওয়ার পর হোলসি হচ্ছেন পদত্যাগ বা বরখাস্ত হওয়া সর্বশেষ উচ্চপদস্থ কর্মকর্তা। এর আগে হঠাৎ করেই বরখাস্ত করা হয়েছিল জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান সি. কিউ. ব্রাউনকে, যিনি কৃষ্ণাঙ্গ ছিলেন, এবং নৌবাহিনীর প্রধান লিসা ফ্রাঞ্চেটিকে, যিনি প্রথম নারী হিসেবে ওই পদে ছিলেন।
হেগসেথ এক বিবৃতিতে বলেন, 'দেশের জন্য অ্যাডমিরাল হোলসির দীর্ঘ সেবার প্রতি আমরা কৃতজ্ঞ। তার ও তার পরিবারের জন্য শুভকামনা জানাই।'
এর এক সপ্তাহ আগে পেন্টাগন জানিয়েছিল, আঞ্চলিক মাদকবিরোধী অভিযানগুলো আর মায়ামিভিত্তিক সাউদার্ন কমান্ড নয়, পরিচালনা করবে উত্তর ক্যারোলিনার ক্যাম্প লেজুনে অবস্থিত দ্রুত মোতায়েনযোগ্য ইউনিট 'টু মেরিন এক্সপেডিশনারি ফোর্স'।
এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের সামরিক বিশ্লেষকদের বিস্মিত করেছে, কারণ এমন হাই-প্রোফাইল অভিযান সাধারণত একটি যুদ্ধ পরিচালনা কমান্ডই পরিচালনা করে থাকে।