নোবেল কমিটি ‘শান্তির চেয়ে রাজনীতিকে’ বেশি প্রাধান্য দেয়: হোয়াইট হাউস

এ বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে ভেনেজুয়েলান এই নেতাকে পুরস্কার দেওয়ায় নোবেল প্রাইজ কমিটির সমালোচনা করেছে হোয়াইট হাউস।
আজ শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে হোয়াইট হাউসের মুখপাত্র স্টিভেন চুং বলেছেন, 'প্রেসিডেন্ট ট্রাম্প শান্তিচুক্তি করে যাবেন, যুদ্ধের অবসান ঘটাবেন এবং প্রাণ বাঁচাবেন। তার হৃদয় একজন মানবতাবাদীর মতো এবং তার মতো আর কেউ কখনো হবে না, যিনি নিজের ইচ্ছাশক্তির জোরে পাহাড়ও নড়িয়ে দিতে পারেন।'
তিনি আরও বলেন, 'নোবেল কমিটি প্রমাণ করেছে, তারা শান্তির চেয়ে রাজনীতিকেই বেশি প্রাধান্য দেয়।'
নরওয়েজিয়ান নোবেল কমিটি মারিয়া কোরিনা মাচাদোকে 'স্বাধীনতার সাহসী রক্ষক হিসেবে বর্ণনা করেছে, যারা কর্তৃত্ববাদী নেতৃত্বের বিরুদ্ধে সোচ্চার হয় এবং প্রতিরোধ গড়ে তোলে।'
নোবেল কমিটি জানিয়েছে, ভেনেজুয়েলার জনগণের জন্য গণতান্ত্রিক অধিকার প্রচার এবং স্বৈরশাসন থেকে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ গণতন্ত্রে উত্তরণের সংগ্রামের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননার জন্য তারা মারিয়াকে বেছে নিয়েছেন।
ট্রাম্প দীর্ঘদিন ধরে নোবেল পুরস্কারের জন্য নিজের প্রচারণা চালিয়ে আসছিলেন। চলতি সপ্তাহেই তিনি গাজা যুদ্ধের অবসান ঘটাতে একটি যুদ্ধবিরতি ও জিম্মি বিনিময় চুক্তির ঘোষণা দেন।
নোবেল কমিটির সিদ্ধান্ত নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি রিপাবলিকান দলের এই প্রেসিডেন্ট। তবে আজ স্থানীয় সময় সকালে তিনি তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে গাজা চুক্তি উদযাপনরত সমর্থকদের তিনটি ভিডিও পোস্ট করেন।