বৈঠক চলাকালীন গাজা শান্তি চুক্তির বিষয়ে ট্রাম্পকে হাতে লেখা নোট দেন মার্কো রুবিও

বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গাজা নিয়ে প্রস্তাবিত শান্তি পরিকল্পনার প্রথম ধাপে— যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তিতে— ইসরায়েল ও হামাস সম্মত হয়েছে। বৈঠকের মাঝেই রাষ্ট্রদূত মার্কো রুবিও হোয়াইট হাউসের ব্লু রুমে দাঁড়িয়ে ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করেন।
রুবিও জানান, তার কাছে ট্রাম্পের জন্য খবর আছে। কিন্তু তা মিডিয়ার সামনে বলা যাবে না। এরপর তিনি ট্রাম্পকে একটি নোট দেন।
নোটে লেখা ছিল, 'আপনাকে দ্রুত একটি ট্রুথ সোশাল পোস্ট অনুমোদন করতে হবে যাতে আপনি প্রথমে চুক্তির ঘোষণা দিতে পারেন।'
ট্রাম্প গণমাধ্যমকে বলেন, 'রাষ্ট্রদূত আমাকে একটি নোট দিয়েছেন, যা বলছে আমরা মধ্যপ্রাচ্যে একটি চুক্তির খুব কাছাকাছি। তাই আমাকে দ্রুত কাজ করতে হবে। তাই কয়েকটি প্রশ্ন নেওয়া হবে।'
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার শীর্ষ কূটনীতিকের কাছ নোট পাওয়ার প্রায় দুই ঘণ্টা পর একটি বার্তা দেন। বার্তায় তিনি দুইটি গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করেন, যা এই সপ্তাহে মিশরে আলোচনার বিষয় ছিল।
প্রথমটি হলো বন্দীদের মুক্তি এবং দ্বিতীয়টি, গাজার কিছু অংশ থেকে ইসরায়েলের সেনা প্রত্যাহার।
কিন্তু তিনি অন্য জটিল বিষয়গুলো উল্লেখ করেননি, যেমন হামাসকে নিরস্ত্রীকরণ এবং গাজার ভবিষ্যৎ প্রশাসন।
ট্রাম্পের পোস্ট থেকে বোঝা যাচ্ছে, এই বিষয়গুলো পরবর্তীতে আলোচনা করা হবে। তিনি বলেন, বুধবারের ঘোষণা হলো 'দৃঢ়, দীর্ঘমেয়াদি এবং স্থায়ী শান্তির দিকে প্রথম পদক্ষেপ।'