এভারেস্টে আটকে পড়া পর্বতারোহীদের উদ্ধারকাজ শুরু

মাউন্ট এভারেস্টের পূর্ব অংশে তুষারঝড়ে আটকে পড়া ২০০ জনেরও বেশি পর্বতারোহীকে উদ্ধারের কাজ শুরু হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এর আগে শুক্রবার ও শনিবার হিমালয় অঞ্চলে অস্বাভাবিক ভারি তুষারপাত ও বৃষ্টির পর প্রায় ৩৫০ জন ট্রেকারকে প্রাথমিকভাবে নিরাপদে সরিয়ে আনা হয়েছিল।
পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার উদ্ধার অভিযান শেষ হবে বলে আশা করা হচ্ছে। যদিও তিব্বতের আঞ্চলিক সরকার এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।
যাদের উদ্ধার করা হয়েছে, তাদের এভারেস্টের তিব্বত অংশের বেস ক্যাম্প থেকে প্রায় ৩০ মাইল দূরের ছোট শহর কুদাং-এ নিয়ে যাওয়া হয়েছে।
পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণের জন্য অক্টোবর মাস বেশ জনপ্রিয়। সাধারণত, ভারতীয় বর্ষা মৌসুম শেষ হওয়ার পর এখানকার আকাশ পরিষ্কার থাকে। তাই সপ্তাহ শেষের এই বৃষ্টিপাত ছিল বেশ অস্বাভাবিক।
চীনে জাতীয় ছুটির কারণে সম্প্রতি কার্মা উপত্যকা এবং এভারেস্টের কাংশুং ফেসের আশেপাশে বেশ ভিড় ছিল। এই উপত্যকাটি এ অঞ্চলের একটি মনোরম জায়গা, যা সবুজ গাছপালা এবং আলপাইন বনভূমির জন্য পরিচিত।
চেন গেশুয়াং নামের একজন পর্বতারোহী তার ১৮ জনের দলের সাথে নিরাপদে কুদাং-এ পৌঁছেছেন। তিনি বলেন, "পাহাড়ে আবহাওয়া খুব ভেজা এবং ঠান্ডা ছিল, এবং হাইপোথার্মিয়ার ঝুঁকি ছিল।" তিনি আরও বলেন, "এ বছরের আবহাওয়া স্বাভাবিক নয়। আমাদের গাইড বলেছেন যে তিনি অক্টোবরে এমন আবহাওয়া কখনও দেখেননি। আর এটা খুব হঠাৎ করেই ঘটেছে।"এই দুর্যোগ থেকে বেঁচে ফেরা আরেক ট্রেকার এরিক ওয়েন বলেন, "প্রতিদিনই বৃষ্টি ও তুষারপাত হচ্ছিল, আমরা এভারেস্ট একেবারেই দেখতে পাইনি।"