পর্যটক বাড়াতে হিমালয়ের ৯৭টি পর্বতচূড়ায় বিনামূল্যে ওঠার সুযোগ দেবে নেপাল

প্রত্যন্ত অঞ্চলে পর্যটন সম্প্রসারের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে আগামী দুই বছরে দেশের ৯৭টি হিমালয় পর্বতচূড়ায় বিনামূল্যে আরোহণের সুযোগ দেবে নেপাল সরকার।
একই সময়ে, আগামী সেপ্টেম্বর থেকে প্রতি মৌসুমে বিশ্বের সর্বোচ্চ শিখর মাউন্ট এভারেস্টে আরোহণের অনুমতিপত্রের মূল্য ১৫ হাজার ডলারে বাড়ানো হচ্ছে। এটি প্রায় এক দশকের মধ্যে প্রথমবারের মতো মূল্য বৃদ্ধির ঘটনা।
নেপালের পর্যটন বিভাগ জানিয়েছে, এই উদ্যোগ নতুন নতুন পর্যটন গন্তব্য তুলে ধরতে সহায়তা করবে। দেশটির একটি গুরুত্বপূর্ণ আয় উৎস হলো পর্বতারোহণ । বিশ্বের শীর্ষ ১০ পর্বতশৃঙ্গের মধ্যে ৮টি নেপালে অবস্থিত।
গত বছর পর্বতারোহণ থেকে নেপালের আয় হয়েছে ৫ দশমিক ৯ মিলিয়ন ডলার, যার বড় অংশই এসেছে এভারেস্ট থেকে।
তবে সাম্প্রতিক বছরগুলোতে এভারেস্টে অতিরিক্ত ভিড়, পরিবেশগত ক্ষতি ও একাধিক প্রাণঘাতির দুর্ঘটনা ঘটে, যার পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের এপ্রিলে এভারেস্টে আরোহণের সংখ্যা সীমিত করতে নির্দেশ দেয় নেপালের সর্বোচ্চ আদালত।
যেসব পর্বতের আরোহণ ফি মওকুফ করা হবে, সেগুলো নেপালের কর্ণালি ও সুদূরপশ্চিম প্রদেশে অবস্থিত। এই দুই প্রদেশ নেপালের সবচেয়ে দরিদ্র ও কম উন্নত অঞ্চলের অন্তর্ভুক্ত। ওই পর্বতগুলোর উচ্চতা ৫ হাজার ৯৭০ থেকে ৭ হাজার ১৩২ মিটার পর্যন্ত।
নেপালের পর্যটন বিভাগের পরিচালক হিমাল গৌতম বলেন, 'অপরূপ সৌন্দর্যের মাঝেও এই এলাকায় পর্যটক ও পর্বতারোহীর সংখ্যা খুবই কম, কারণ সেখানে যোগাযোগ ব্যবস্থা এখনও বেশ দুর্বল। আমরা আশা করি এই নতুন উদ্যোগ পর্যটন শিল্পে অগ্রগতি আসবে।'
তবে, দুর্লভ এই এলাকায় যোগাযোগ ও অবকাঠামো উন্নয়নের জন্য কর্তৃপক্ষের কোনও পরিকল্পনা আছে কিনা তা এখনও স্পষ্ট নয়। পাশাপাশি, যদি বিনামূল্যে আরোহণের এই উদ্যোগ সফল হয়, তবে স্থানীয় জনগোষ্ঠী কতটা প্রস্তুতভাবে পর্বতারোহীদের আগমন সামলাতে পারবে, তাও প্রশ্নবিদ্ধ।
ঐতিহাসিকভাবে, এই ৯৭টি দূর্গম শৃঙ্গে পর্বতারোহীদের আগ্রহ কম ছিল। গত দুই বছরে সেখানে মাত্র ৬৮ জনই পৌঁছেছেন। বিপরীতে, ২০২৪ সালে মাউন্ট এভারেস্টে প্রায় ৪২১টি আরোহণের অনুমতিপত্র জারি করা হয়েছে।