‘মিশন সেভেন সামিট’-এর অংশ হিসেবে অ্যাকোনকাগুয়া অভিযানে যাচ্ছেন বাংলাদেশি ২ পর্বতারোহী
দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ অ্যাকোনকাগুয়া জয়ের লক্ষ্যে 'মিশন সেভেন সামিট'-এর অংশ হিসেবে যাত্রা শুরু করছেন বাংলাদেশের দুই পর্বতারোহী।
বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের সদস্য পর্বতারোহী প্রবাল বর্মন ও পর্বতারোহী কে এম মুজিবুর রহমান আগামী বুধবার (৭ জানুয়ারি) আর্জেন্টিনার উদ্দেশ্যে রওনা হবেন।
আমেরিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট অ্যাকোনকাগুয়া আরোহণের মধ্য দিয়ে তারা 'মিশন সেভেন সামিট' মহাপরিকল্পনার পরবর্তী ধাপ শুরু করছেন।
'মিশন সেভেন সামিট'-এর লক্ষ্য বিশ্বের সাত মহাদেশের সর্বোচ্চ সাতটি পর্বতশৃঙ্গ জয় করা। এই শৃঙ্গগুলো হলো— মাউন্ট এভারেস্ট (এশিয়া), অ্যাকোনকাগুয়া (দক্ষিণ আমেরিকা), পুষ্পাক জয়া (ওশেনিয়া), মাউন্ট এলব্রুস (ইউরোপ), মাউন্ট ভিনসন (অ্যান্টার্কটিকা), কিলিমাঞ্জারো (আফ্রিকা) এবং ডেনালি (উত্তর আমেরিকা)।
এ উপলক্ষে শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ফ্ল্যাগ-অফ সেরিমনি ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে প্রবাল বর্মন বলেন, "এই অভিযাত্রা শুধু ব্যক্তিগত অর্জনের জন্য নয়। বাংলাদেশের তরুণ সমাজকে তাদের সীমাহীন সম্ভাবনার দিকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করতেই আমার এই উদ্যোগ।"
প্রবাল বর্মনের পর্বতারোহণ যাত্রা শুরু হয় ২০২১ সালে। দেশের পার্বত্য অঞ্চলের সাকা হাফং, তাজিংডং, যোগি ও জোতলাংসহ বিভিন্ন পাহাড়ে অভিযানের মাধ্যমে তিনি নিজেকে প্রস্তুত করেন। ২০২২ সালে তিনি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পায়ে হেঁটে অভিযান সম্পন্ন করেন। ২০২৩ সালে এককভাবে এভারেস্ট বেস ক্যাম্প ও আইল্যান্ড পিক অভিযান শেষ করেন এবং একই বছরের ডিসেম্বরে বাংলা চ্যানেল সাঁতরে পার হন। ২০২৪ সালে ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণ নিয়ে ফ্রেন্ডশিপ পিক সামিট করেন। ২০২৫ সালে তিনি তানজানিয়ার কিলিমাঞ্জারো আরোহণ করেন।
অপরদিকে, কে এম মুজিবুর রহমান একজন পেশাদার স্কুবা ডাইভার ও অভিজ্ঞ পর্বতারোহী। তিনি নেপালের মেরা পিক, নবুচে ইস্ট, চুলু ফার ইস্ট ও আইল্যান্ড পিক, ভারতের সান্দাকফু, রাশিয়ার মাউন্ট এলব্রুস, তানজানিয়ার কিলিমাঞ্জারো এবং আর্জেন্টিনার অ্যাকোনকাগুয়া অভিযানে অংশ নিয়েছেন। তিনি ভারতের নেহরু ইনস্টিটিউট অব মাউন্টেনিয়ারিং থেকে প্রশিক্ষণপ্রাপ্ত।
মুজিবুর রহমান বলেন, "মানুষের স্বপ্ন দেখার সক্ষমতা শারীরিক সক্ষমতার চেয়েও শক্তিশালী। 'মিশন সেভেন সামিট' কেবল ব্যক্তিগত সাফল্যের গল্প নয়, এটি একটি জাতির গর্বের সম্ভাবনা। এই অভিযানকে কেন্দ্র করে ভবিষ্যতে সচেতনতামূলক কার্যক্রম, যুব উন্নয়ন এবং বৈশ্বিক সংযোগ তৈরির পরিকল্পনাও রয়েছে।"
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্বতারোহী ও রোপ ও আউটডোর এডুকেশনের প্রতিষ্ঠাতা মহিউদ্দিন মাহি এবং পর্বতারোহী ও ফিল্ম আর্কাইভ গবেষক মির সামসুল আলম বাবু।
