তুষারঝরে এভারেস্টে আটকা পড়েছেন প্রায় ১ হাজার মানুষ, চলছে উদ্ধার অভিযান
বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা মাউন্ট এভারেস্টের তিব্বত অংশে প্রবল তুষারঝড়ের কবলে পড়ে আটকা পড়েছেন প্রায় এক হাজার মানুষ। পূর্ব ঢালের কাছে অবস্থিত বিভিন্ন ক্যাম্পসাইটে আটকে পড়া পর্যটক ও পর্বতারোহীদের উদ্ধারের জন্য কাজ করছেন উদ্ধারকর্মীরা। খবর বিবিসি'র।
শত শত স্থানীয় গ্রামবাসী ও উদ্ধারকর্মী পাঠানো হয়েছে এলাকা থেকে তুষার সরানোর জন্য, যা সমুদ্রপৃষ্ঠ থেকে ৪,৯০০ মিটার (১৬,০০০ ফুট) উচ্চতায় অবস্থিত।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ৩৫০ জনকে উদ্ধার করে নিরাপদে ছোট শহর কুদান পৌঁছে দেওয়া হয়েছে।
গত শুক্রবার সন্ধ্যায় ভারী তুষারপাত শুরু হয় এবং তিব্বতের মাউন্ট এভারেস্টের পূর্ব ঢালে তা আরও তীব্র হয়ে ওঠে। এই এলাকা ট্র্যাকার ও পর্বত আরোহণকারীদের কাছে জনপ্রিয়।
কুদান পৌঁছানো এক ট্র্যাকিং দলের সদস্য চেন গেসুয়াং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, 'খুব ভেজা ঠান্ডা ছিল— হাইপোথার্মিয়ার ঝুঁকি ছিল। এই বছরের আবহাওয়া স্বাভাবিক নয়। গাইড বলেছে, অক্টোবরের এই ধরনের আবহাওয়ার আগে দেখেননি। এবং এটি হঠাৎ ঘটেছে।'
চীনা সরকারি সংবাদমাধ্যম জানিয়েছে, তিব্বতের ব্লু স্কাই রেসকিউ দলকে সাহায্যের জন্য ফোন করা হয়েছিল। ভারী তুষারে তাঁবু ভেঙে গেছে এবং কয়েকজন ট্র্যাকার হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়েছেন।
রয়টার্স জানিয়েছে, টিংরি কাউন্টি ট্যুরিজম কোম্পানি শনিবার থেকে এভারেস্ট দর্শন এলাকা থেকে টিকিট বিক্রি ও প্রবেশ বন্ধ করেছে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, অঞ্চলটি এখন চরম আবহাওয়ার কবলে। শুক্রবার সন্ধ্যায় বরফ পড়তে শুরু করে এবং শনিবার দিনভর তা অব্যাহত থাকে। স্থানীয় টিংরি কাউন্টি পর্যটন সংস্থার সামাজিক মাধ্যমের পোস্টে এই তথ্য জানা গেছে।
সংস্থাটি জানায়, শনিবার দিনের শেষভাগ থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত ওই পথে এভারেস্টে প্রবেশ ও এ সংক্রান্ত টিকিট বিক্রি স্থগিত করা হয়েছে।
এদিকে, নেপালে ভারী বৃষ্টিপাতে ভূমিধস ও আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এতে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে গেছে, বেশ কয়েকটি সেতু পানিতে ভেসে গেছে।