প্রথম এভারেস্টজয়ী দলের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপার মৃত্যু

বিশ্বের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এভারেস্ট জয় করা প্রথম অভিযানের শেষ জীবিত সদস্য কাঞ্চা শেরপা মারা গেছেন। নেপালের রাজধানী কাঠমান্ডুতে ৯২ বছর বয়সে তার মৃত্যু হয়েছে। খবর বিবিসি'র।
তার পরিবার জানিয়েছে, সাম্প্রতিক সময়ে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন।
১৯৫৩ সালে কাঞ্চা শেরপা মাত্র ১৯ বছর বয়সে যোগ দিয়েছিলেন এডমন্ড হিলারি ও তেনজিং নোরগের নেতৃত্বাধীন সেই ঐতিহাসিক অভিযানে।
৩৫ সদস্যের সেই অভিযাত্রিক দলে তিনি পর্বতারোহীদের সহায়তাকারী (পোর্টার) হিসেবে যুক্ত হন, যদিও আগে কখনো পাহাড়ে ওঠার অভিজ্ঞতা তার ছিল না। টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা কঠিন যাত্রায় তিনি খাদ্য, তাঁবু ও বিভিন্ন সরঞ্জাম বহন করে বেস ক্যাম্প পর্যন্ত পৌঁছান। পরে তিনি ছিলেন সেই তিনজন শেরপার একজন, যারা ৮ হাজার মিটার (২৬ হাজার ২৪৭ ফুট) উচ্চতার ওপরে উঠতে পেরেছিলেন।
নেপালের অন্যান্য পর্বতারোহীরা কাঞ্চা শেরপাকে বর্ণনা করেছেন এক 'দুর্দান্ত কিংবদন্তি' ও 'অনুপ্রেরণার উৎস' হিসেবে।
এভারেস্ট অভিযানের পর তিনি আরও দুই দশক হিমালয়ের দুর্গম অঞ্চলে উচ্চপর্যায়ের পোর্টার হিসেবে কাজ করেন। তবে শেষ পর্যন্ত তার স্ত্রী অনুরোধ জানান বিপজ্জনক এসব যাত্রা বন্ধ করতে। আর তারপরই তিনি পর্বতারোহণের জীবন থেকে সরে আসেন।