‘অগমেন্টেড রিয়েলিটি’ ডিসপ্লেযুক্ত প্রথম রে-ব্যান 'স্মার্ট গ্লাস' বাজারে আনল মেটা
তিন ধরনের এআই স্মার্ট গ্লাস (চশমা) বাজারে আনার ঘোষণা দিয়েছে বহুজাতিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। এর মধ্যে প্রথমবারের মতো 'রে-ব্যান' ব্র্যান্ডের চশমায় অগমেন্টেড রিয়েলিটি সুবিধার জন্য বিল্ট-ইন স্ক্রিন যুক্ত করেছে তারা।
'মেটা রে-ব্যান ডিসপ্লে' হবে প্রথম বড় ব্র্যান্ডের স্মার্ট চশমা, যাতে হেডস-আপ ডিসপ্লে থাকবে। এর আগে গুগল গ্লাস এই প্রযুক্তি চালু করলেও তা সফল হয়নি। নতুন চশমাটি ওয়েফারার ধাঁচের ক্লাসিক নকশায় তৈরি। বাইরে থেকে সাধারণ চশমার মতো দেখালেও ভেতরে রয়েছে ক্যামেরা, স্পিকার ও মাইক্রোফোন।
স্মার্ট গ্লাসের ডান লেন্সের ভেতরে ছোট, উজ্জ্বল ও পরিষ্কার রঙিন ডিসপ্লে দেখা যাবে। এটি চোখের নিচে ভেসে থাকবে এবং টেক্সট, ছবি বা লাইভ ভিডিও কল দেখা যাবে। ব্যবহার না করলে ডিসপ্লেটি অদৃশ্য থাকে। ক্যামেরা চালু হলে অন্যদের জানানোর জন্য এলইডি আলো জ্বলে ওঠে।
মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ বুধবার ক্যালিফোর্নিয়ার মেনলো পার্কে 'মেটা কানেক্ট' অনুষ্ঠানে নতুন চশমাটি প্রদর্শন করেন। তিনি বলেন, 'শুধু চশমাই এমন একটি মাধ্যম, যা দিয়ে এআই আপনার মতো দেখতে, শুনতে এবং আপনার চাহিদামতো—যেমন ছবি বা ভিডিও তৈরি করতে পারে।'
তবে প্রদর্শনীর সময় কিছু সমস্যাও দেখা দেয়। জাকারবার্গ জানান, এটি মূলত ইভেন্টের ওয়াইফাই ত্রুটির কারণে হয়েছে।
জনপ্রিয় রে-ব্যান মেটা এআই চশমার মতো নতুন এই চশমাতেও আছে ভয়েস কন্ট্রোল ও টাচ প্যানেল। সঙ্গে দেওয়া হয়েছে পানিরোধী একটি বিশেষ ব্রেসলেট। হাতের পেশির ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত শনাক্ত করে এটি দিয়ে চশমার স্ক্রিন হাতের ইশারায় নিয়ন্ত্রণ করা যায়।
'নিউরাল ব্যান্ড' নামে এই ব্রেসলেট ঘড়ির মতো দেখতে। এটি আঙুলের চিমটি কাটা, ঘষা, আলতো চাপ, ঘোরানোসহ নানা ইশারা চিনতে পারে। এমনকি আঙুল দিয়ে ভার্চুয়াল ডি-প্যাড ব্যবহার করাও সম্ভব। বছরের শেষে এতে আঙুল দিয়ে লেখা যাবে।
চশমাটি ব্যবহার করতে ব্লুটুথ দিয়ে অ্যান্ড্রয়েড বা আইফোনে যুক্ত করতে হবে। এর মাধ্যমে মেসেজিং ও ভিডিও কল করা যাবে টেক্সট বা মেটার বিভিন্ন অ্যাপ—হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইনস্টাগ্রামের মাধ্যমে।
এতে আরও থাকবে লাইভ ক্যাপশন বা অনুবাদ দেখার সুবিধা, হাঁটার সময় পথ নির্দেশনা, গান শোনার নিয়ন্ত্রণ, এমনকি ছবি তোলার আগে ভিউফাইন্ডার হিসেবেও ব্যবহার করা যাবে।
মেটার এআই চ্যাটবট ছবি ও টেক্সটের মাধ্যমে প্রশ্নের উত্তর দিতে পারে। এটি ধাপে ধাপে রন্ধনপ্রণালি, শিল্পকর্ম বা স্থাপত্যের বিবরণ, কিংবা ক্যামেরা ব্যবহার করে বাস্তব জগতের তথ্য জানাতে সক্ষম।
চশমাটি টানা ছয় ঘণ্টা ব্যবহার করা যাবে। সঙ্গে দেওয়া ভাঁজ করা যায় এমন একটি কেসে চার্জ করলে সর্বোচ্চ ৩০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে।
'মেটা রে-ব্যান ডিসপ্লে' চশমা যুক্তরাষ্ট্রের বাজারে আসবে ৩০ সেপ্টেম্বর। দাম রাখা হয়েছে ৭৯৯ ডলার। ২০২৬ সালের শুরুরদিকে এটি যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি ও কানাডাতেও পাওয়া যাবে।
ওকলে মেটা ভ্যানগার্ড
খেলাধুলার জন্য বিশেষ 'ওকলে মেটা ভ্যানগার্ড' স্মার্ট চশমাও উন্মোচন করেছে মেটা। এগুলো দেখতে ব্র্যান্ডের রাডার বা এম-ফ্রেম স্পোর্টস চশমার মতো হলেও মাঝখানে রয়েছে ক্যামেরা। আছে মাইক্রোফোন ও স্পিকারও। এতে গান শোনা, ফোনে কথা বলা, এআই ব্যবহার এবং ব্যায়ামের সময় ছবি বা ভিডিও তোলা সম্ভব।
চশমাটির ওজন ৬৬ গ্রাম। লেন্স বদলানো যায়, পানিরোধী, আর একবার চার্জে নয় ঘণ্টা পর্যন্ত চলে। ঠিকভাবে পরার জন্য বিভিন্ন আকারের 'নোজপ্যাড' দেওয়া হয়েছে, যা বদলানো যায়।
মেটা এই চশমার জন্য জিপিএস ডিভাইস নির্মাতা গারমিনের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে ব্যবহারকারীরা দৌড়ানো বা সাইক্লিংয়ের সময় গতি, হার্ট রেট, দূরত্বসহ নানা তথ্য জানতে পারবেন। নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছালে চশমার ভেতরের এলইডি বাতি জ্বলে উঠবে।
ওকলে মেটা ভ্যানগার্ড ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে ভিডিও ধারণ করতে পারে। দৌড়, সাইক্লিং বা ব্যায়ামে প্রতি কিলোমিটার অতিক্রম, নির্দিষ্ট গতি, উচ্চতা বা হার্ট রেট ছুঁলেই ছোট ছোট ভিডিও রেকর্ড হবে। এগুলো একত্রে হাইলাইটসে রূপ নেবে। ছবি ও ভিডিও সরাসরি শেয়ার করা যাবে ক্রীড়াবিষয়ক সামাজিক যোগাযোগমাধ্যম স্ট্রাভায়।
এই চশমার দাম রাখা হয়েছে ৪৯৯ পাউন্ড (৫৪৯ ইউরো/৪৯৯ ডলার)। এটি বাজারে আসছে ২১ অক্টোবর।
এদিকে রে-ব্যান মেটা এআই গ্লাসের দ্বিতীয় প্রজন্মও বাজারে আসছে। এতে ব্যাটারির স্থায়িত্ব দ্বিগুণ এবং ভিডিও ক্যামেরার রেজোলিউশন আরও উন্নত। দাম ৩৭৯ পাউন্ড (৪১৯ ইউরো/৩৭৯ ডলার/৫৯৯ অস্ট্রেলীয় ডলার)।
