ইউক্রেন যুদ্ধের পর প্রথমবারের মতো রাশিয়া-বেলারুশ যৌথ সামরিক মহড়া পর্যবেক্ষণ মার্কিন সামরিক কর্মকর্তাদের

যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা প্রথমবারের মতো রাশিয়া ও বেলারুশের যৌথ সামরিক মহড়া পর্যবেক্ষণ করেছেন বলে নিশ্চিত করেছে পেন্টাগন। সোমবার (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই মহড়ায় অংশ নেন তারা। ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর ওয়াশিংটন প্রথমবার এমন আমন্ত্রণ গ্রহণ করল।
'জাপাদ–২০২৫' শীর্ষক মহড়া বেলারুশে অনুষ্ঠিত হয়। রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমের ছবিতে দেখা গেছে, যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের পর্যবেক্ষকরা সেখানে উপস্থিত ছিলেন।
বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র। ২০২২ সালে ইউক্রেনে মস্কোর পূর্ণাঙ্গ আগ্রাসনের সময় দেশটি রাশিয়ার জন্য হামলার মঞ্চ তৈরি করেছিল। রাশিয়ার উপ–প্রতিরক্ষামন্ত্রী ইউনুস–বেক ইয়েভকুরভও এই মহড়ায় উপস্থিত ছিলেন।
পেন্টাগনের মুখপাত্র শন পারনেল জানান, মিনস্কে অবস্থিত মার্কিন দূতাবাসের প্রতিরক্ষা বিষয়ক কূটনৈতিক কর্মকর্তাকে 'জাপাদ–২০২৫' মহড়ার 'ডিসটিংগুইশড ভিজিটরস ডে'–তে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। সাম্প্রতিক দ্বিপাক্ষিক আলোচনার ইতিবাচক অগ্রগতির প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র এই আমন্ত্রণ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, বিভিন্ন দেশের সেনাদের মধ্যে এমন মহড়ায় যোগ দেওয়া স্বাভাবিক প্রক্রিয়া। মার্কিন প্রতিরক্ষা কূটনীতিক কর্মকর্তা আন্তর্জাতিক পর্যায়ের বড় প্রতিনিধিদলের অংশ হিসেবেই উপস্থিত ছিলেন। সময়সূচির কারণে নবনিযুক্ত কর্মকর্তা বিদায়ী কর্মকর্তার সঙ্গে একযোগে অংশ নেন।
এদিকে, ওয়াশিংটনের সঙ্গে বেলারুশের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার ইঙ্গিত মিলছে। পোল্যান্ডের আকাশসীমায় রুশ ড্রোন ভূপাতিত করার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মার্কিন কর্মকর্তারা বেলারুশে পৌঁছান।
পশ্চিমা বিশ্লেষকদের মতে, ট্রাম্প হয়তো বেলারুশকে রাশিয়া থেকে আলাদা করার চেষ্টা করছেন। তবে এমন সম্ভাবনা খুবই ক্ষীণ। আবার কারও মতে, রাশিয়ার ঘনিষ্ঠ সম্পর্ক কাজে লাগিয়ে ইউক্রেন যুদ্ধের ইতি টানার প্রচেষ্টা থাকতে পারে।
ট্রাম্প সম্প্রতি বলেছেন, পোল্যান্ডে ড্রোন প্রবেশ হয়তো ভুলবশত ঘটেছে। এরপর তিনি বেলারুশের জাতীয় বিমান সংস্থা বেলাভিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেন। এতে সংস্থাটি বোয়িং বিমান কেনা-বেচা ও যন্ত্রাংশ সংগ্রহ করতে পারবে।
এই ছাড়ের পর বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ৫২ জন বন্দিকে মুক্তি দিতে সম্মত হন। এদের মধ্যে সাংবাদিক ও বিরোধী রাজনৈতিক নেতারাও রয়েছেন। লুকাশেঙ্কো নিয়মিত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যোগাযোগ রাখেন। তিনি মার্কিন দূত কোলের মাধ্যমে ট্রাম্পের স্বাক্ষর করা শুভেচ্ছাপত্রও পান।
বেলারুশের প্রতিরক্ষামন্ত্রী ভিক্টর খ্রেনিকভ নিজে এসে দুই মার্কিন কর্মকর্তাকে স্বাগত জানান। এ সময় তাদের করমর্দন করতে দেখা যায় এবং তারা রুশ ভাষায় শুভেচ্ছা বিনিময় করেন।
রয়টার্স জানায়, মার্কিন কর্মকর্তাদের একজন বিমানবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল ব্রায়ান শুপ। এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, সর্বশেষ ২০২১ সালে যুক্তরাষ্ট্র 'জাপাদ' মহড়া পর্যবেক্ষণ করেছিল।