গাজায় যুদ্ধ তিন সপ্তাহের মধ্যে শেষ হবে বলে মনে করছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান হওয়া উচিত। কারণ এমন ভয়াবহ নৃশংসতার ঘটনায় আন্তর্জাতিক ক্ষোভ ক্রমেই বাড়ছে। এসব নৃশংসতার মধ্যে রয়েছে প্রতিদিনের বেসামরিক গণহত্যা, সাংবাদিক ও চিকিৎসকদের হত্যাকাণ্ড এবং অবরুদ্ধ ও বিধ্বস্ত ফিলিস্তিনি উপত্যকায় ইসরায়েলি অবরোধের কারণে সৃষ্ট দুর্ভিক্ষ।
সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, 'আমার মনে হয় আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই এর একটি যথেষ্ট ভালো, চূড়ান্ত সমাপ্তি হবে।'
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আগেও তার স্বভাবসুলভ ঢঙে যুদ্ধের অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু তার সেই বক্তব্য বাস্তবে কোনো যুদ্ধবিরতি বা কঠোর ইসরায়েলি অবরোধের শিকার ফিলিস্তিনিদের জন্য অবাধ মানবিক সহায়তায় রূপ নেয়নি।
ট্রাম্প প্রশাসন ইসরায়েলকে কয়েকশো কোটি ডলারের অস্ত্র সরবরাহ করেছে এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে।
ট্রাম্প বলেন, 'এটার শেষ হওয়া দরকার, কারণ ক্ষুধা আর অন্যান্য সমস্যা। আর ক্ষুধার থেকেও ভয়াবহ—মৃত্যু, নির্মম মৃত্যু, মানুষ নিহত হচ্ছে।'
ফেব্রুয়ারিতে ট্রাম্প গাজা থেকে সব ফিলিস্তিনিকে সরিয়ে দেওয়ার প্রস্তাব করেছিলেন—যা কার্যত জাতিগত নির্মূলের শামিল এবং মানবতাবিরোধী অপরাধ।
এর আগে গতকাল সোমবার, গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় ২১ ফিলিস্তিনি নিহত হন, যাদের মধ্যে পাঁচজন সাংবাদিক ছিলেন।
ঘটনাটি সম্পর্কে ট্রাম্পকে জিজ্ঞাসা করা হলে ট্রাম্প বলেন, 'আসলে আমি এ নিয়ে খুশি নই। আমি এটা দেখতে চাই না। একই সঙ্গে আমাদের অবশ্যই এই পুরো দুঃস্বপ্নের অবসান ঘটাতে হবে।'
এরপর ট্রাম্প আলোচনার বিষয় ঘুরিয়ে গাজায় আটক বাকি ইসরায়েলি বন্দিদের মুক্ত করার প্রচেষ্টার কথা বলেন।